Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রৌমারীতে সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু

কুড়িগ্রাম সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০২১, ৭:৩০ পিএম

কুড়িগ্রামের রৌমারীতে বিষাক্ত সাপের কামড়ে হৃদয় হোসেন (১১) নামের এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১৭ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের কাউয়ারচর গ্রামে এ ঘটনা ঘটে। হৃদয় হোসেন কাউয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। সে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের কাউয়ারচর গ্রামের জিনাত আলীর ছেলে।

পরিবার ও স্থানীয়রা জানায়, দুপুরের দিকে বাড়ির পাশে পুকুর পাড়ে অন্য শিশুদের সাথে খেলতে গেলে বিষাক্ত সাপ তাকে কামড় দেয় । পরে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন, তাকে উদ্ধার করে রৌমারী হাসপাতালে নিয়ে আসে। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।

এবিষয়ে রৌমারী উপজেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আরিফ হোসেন বলেন, শিশুটিকে বিষাক্ত সাপ কাটছিল,ফলে হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিক্ষার্থীর মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ