Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নৌকায় চড়ে যেন বঙ্গবন্ধু আসছেন সুনামগঞ্জে ! এমন অপূর্ব দৃশ্যে নজর কাড়ছে দর্শনার্থীদের

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০২১, ৪:৩৮ পিএম

নৌকায় চড়ে যুক্তফ্রন্টের নির্বাচনী প্রচারে যাচ্ছেন বঙ্গবন্ধু। হোসেন শহীদ সোহরাওয়ার্দীও এই সাথে । ছবিটি ১৯৫৪ সালে তোলা রাজশাহীতে। সে ছবির আদলে শোভা পাচ্ছে একটি শিল্পকর্ম সুনামগঞ্জের কালিবাড়ীর সামনের পুকুরে। বঙ্গবন্ধুর হাস্যোজ্জ্বল ছবিতে যেন ফুটে উঠছে, যেন নিজের শতবর্ষের অনুষ্ঠানে যোগ দিতে সুনামগঞ্জে আসছেন নৌকায় চড়ে তিনি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ পৌর শহর সাজানো হয়েছে ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে মুজিব শতবর্ষে এমন উদ্যোগ নিয়েছে জেলা আওয়ামী লীগ। জেলা পরিষদ, জেলা প্রশাসন ও পৌরসভার কর্তৃপক্ষের এমন উদ্যোগও নজর কাড়ছে সবার। সুনামগঞ্জ শহরের কালিবাড়ীর সামনের পুকুরে বঙ্গবন্ধুর সেই প্রতিকৃতি দেখতে ভিড় করছেন স্থানীয় দর্শনার্থীরা। এছাড়া আলফাত স্কয়ারের ফেস্টুনটি দেখে মনে হবে বঙ্গবন্ধু হাত তুলে স্বাগত জানাচ্ছেন সংগ্রামী জনতাকে। জেলা প্রশাসকের বাসভবনের পশ্চিম দিকে ও সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের দেয়ালে সাঁটানো হয়েছে অসংখ্য বিলবোর্ড। সেখানে ফুটিয়ে তোলা হয়েছে তর্জনী উঁচিয়ে বঙ্গবন্ধুর ৭ মার্চের সেই ঐতিহাসিক ভাষণ মুহূর্তটি। এভাবে হোসেন বখত চত্বর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমনের বাসার ছাদ, শহরের প্রবেশদ্বার আব্দুজ জহুর সেতু, রিভারভিউ পয়েন্ট, কাজিরপয়েন্ট, ময়নার পয়েন্ট ও জেলা পরিষদ চত্বর এলাকায় শোভা পাচ্ছে বঙ্গবন্ধুর নানা প্রতিকৃতি। এদিকে সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের মাঠে চল্লিশ ফুট উঁচু বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে আজ বুধবার সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা আওয়ামী লীগ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ