Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগুড়া সেনানিবাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্যাপন

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০২১, ৪:৩৫ পিএম

বুধবার সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস পালন উপলক্ষ্যে বগুড়া সেনানিবাসে বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ , দেশ গঠনে রাজনৈতিক অবদান ও মহান মুক্তিযুদ্ধের ভূমিকা এবং বিভিন্ন উন্নয়নমূলক চিত্র তুলে ধরে সকালে জাহাঙ্গীরাবাদ সেনা নিবাসে সেনা সদস্যদের র‌্যালী সেনা নিবাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সেনানিবাসে জাতির পিতার জীবনী ও মহান মুক্তিযুদ্ধেও উপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শণ করা হয়। এছাড়াও সেনানিবাসস্থ সকল মসজিদ সমূহে জাতির পিতার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। জাতির পিতার জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠান সমূহে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জিওসি , ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার বগুড়া এরিয়া, মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান, এনডিসি, পিএসসি। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বগুড়া ও জাহাঙ্গীরাবাদ সেনানিবাসের সামরিক , বেসামরিক কর্মকর্তা কর্মচারী এবং অন্যান্য পদবীর সকল সেনা সদস্যবৃন্দ ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ