মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মিয়ানমারে সামরিক শাসন জারির পর থেকে চলমান সহিংসতার কারণে ইয়াঙ্গুনসহ অন্যান্য এলাকায় খাদ্য সংকট ও জ্বালানির দাম বেড়েছে বলে জানিয়েছে জাতিসঙ্ঘের অঙ্গসংগঠন ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম। দেশটির বৃহত্তম নগরী ইয়াঙ্গুনে খাদ্যসংকট দেখা দেয়ায় শহরের শিল্প এলাকা থেকে বাসিন্দারা অন্য এলাকায় চলে যাচ্ছেন। স্থানীয়দের দাবি, ‘এটি যুদ্ধ এলাকার মতো, তারা সব জায়গায় গুলি করছে।’
জানা যায়, দরিদ্র শহরতলি হ্লাইং থারায়ারের অনেক বাসিন্দাই অভিবাসী ও শ্রমিক। মঙ্গলবার তারা তাদের জিনিসপত্র মোটরবাইক ও টুকটুকে (হিউম্যান হলার) উঠিয়ে এলাকা ছেড়ে চলে গেছে।
এক বিবৃতিতে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের মিয়ানমার প্রধান জানান, সংঘাতের কারণে দেশটিতে খাদ্যসংকট ও জ্বালানির দাম বৃদ্ধির ঝুঁকি কয়েকগুণে বেড়েছে। বিশেষ করে নিম্ন শ্রেণীর মানুষ সবচেয়ে বেশি বিপদে আছে এখন। তাছাড়া করোনাভাইরাসের মহামারিতে সেই বিপদ আরও প্রগাড়।
গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারের নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এরপর থেকে দেশটিতে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে প্রায় দুই শতাধিক মানুষ নিহত হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।