প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
প্রেক্ষাগৃহে মুক্তির জন্য অনন্য মামুনের নতুন সিনেমা 'কসাই'কে ছাড়পত্র দিয়েছে সেন্সর বোর্ড। মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন ছবিটির পরিচালক মামুন ও নায়ক নিরব। তারা জানান, ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তির জন্য মঙ্গলবার সেন্সর বোর্ড ছাড়পত্র দিয়েছে। তবে এখনো তারা ছাড়পত্র হাতে পাননি। দু'এক দিনের মধ্যে ছাড়পত্রের কপি হাতে পাবে বলে জানান তারা।
নায়ক নিরব জানান, ‘হিংস্রতাই নেশা’ স্লোগানের ‘কসাই’ ছবিতে তিনি চমক নিয়ে হাজির হবেন। ছবিতে নিররেব বিপরীতে দেখা যাবে প্রিয়মনিকে। নিরব বলেন, ''ভালো লাগছে ‘কসাই’ হলে মুক্তির অনুমতি পাওয়ায়। অনেক যত্ন নিয়ে এ ছবির কাজ করেছি। দর্শকের ভালো লাগলেই সব পরিশ্রম সফল হবে।''
সেন্সরবোর্ড সদস্য ও প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু 'কসাই' ছবিটির সেন্সর বোর্ডের ছাড়পত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
অনন্য মামুনের ‘কসাই’ সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রাশেদ মামুন অপু। ছবিতে কিলারের চরিত্রে হাজির হবেন অপু। এর আগে একই পরিচালকের 'মেকআপ' ছবিটি হলে প্রদর্শনে আপত্তি তোলে সেন্সর বোর্ড। ছবিটি সেন্সর ছাড়পত্র না পাওয়ায় হলে মুক্তি দেয়া সম্ভব হয়নি। তাই ২১ মার্চ একটি ওটিটি প্লাটফর্মে ছবিটি মুক্তি দেয়ার সিদ্ধান্তের কথা জানালেন পরিচালক অনন্য মামুন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।