Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

আজ সিটি ক্লাব মাঠে জেমসের কনসার্ট

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০২১, ১১:৩১ এএম

জেমস মানে উন্মাতাল সুর, ‘সিনায় সিনায় লাগে টান’। জেমস আমাদের নগরবাউল এবং ভক্তদের ‘গুরু’। বাংলাদেশের ব্যান্ডের এই মহাতারকার ভাষায়, ‘আমি তোমাদেরই লোক’। কিন্তু মঞ্চে উঠলে তিনি যতটা কাছের, মঞ্চ ছাড়তেই ততটা দূরের তারা। সংগীতশিল্পী জেমস আমাদের যতটা চেনা, ব্যক্তি জেমস আমাদের কাছে এখনো অনেকটাই অজানা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মিরপুরে দেখা যাবে জেমসের কনসার্ট।

আজ (১৭ মার্চ) বঙ্গবন্ধুর জন্মদিনে মিরপুরে সিটি ক্লাব মাঠে এই কনসার্ট অনুষ্ঠিত হবে। আর জেমসের কনসার্ট মানেই উত্তাল জনসমুদ্র। জানা গেছে, ‘ঢাকা ১৬ আসনের জনগণ’-এর ব্যানারে আয়োজিত এ কনসার্টের ব্যবস্থাপনার দায়িত্বে আছেন সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লাহ। রকস্টার জেমস রাত ৯টা নাগাদ মঞ্চে উঠবেন।

বিশ্বজুড়ে চলমান করোনা পরিস্থিতির মাঝে দীর্ঘদিন কনসার্ট করেননি জেমস। গত ১২ মার্চ মিরপুরেই এক কনসার্টের মাধ্যমে তিনি মঞ্চে ফেরেন। আর আজ সেই মিরপুরেই আবার দেখা যাবে জেমসের কনসার্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢালিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ