Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যে কারণে হঠাৎ ভোলায় গিয়েছিলেন তারকারা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০২১, ১১:১৪ এএম

মঙ্গলবার (১৬ মার্চ) সকাল দশটা নাগাদ হেলিকপ্টার করে ভোলায় উড়ে গেলেন ঢাকাই শোবিজের একঝাঁক জনপ্রিয় মুখ। তারা হলেন চিত্রনায়ক ফেরদৌস, ইমন ও সায়মন। আর নায়িকাদের মধ্যে পূর্ণিমা, নুসরাত ফারিয়া, মাহিয়া মাহি ও বিদ্যা সিনহা মিম।

মঙ্গলবার সকালে হেলিকপ্টার করে যাত্রা শুরুর আগে মাহিয়া মাহি তার ফেসবুক পেজে একাধিক ছবি শেয়ার করে জানান, ‘ভোলা যাইতেয়াসি মনু ’

ছবিগুলো শেয়ারের কয়েকঘন্টা পরে একটি ভিডিও শেয়ার করে মাহি জানান, ‘হেলিকপ্টারে চড়িয়া ভোলা যাইতেয়াসেলাম আমরা বোজ্জো ’ ভিডিওটিতে দেখা যায় হেলিকপ্টারে পাশাপাশি বসে আছেন মিম, মাহি, ফেরদৌস আর তাদের মুখোমুখি বসে ছিলেন পূর্ণিমা ও ইমন, তখন ছবি তুলছিলেন ইমন।

পরে হঠাৎ করে ভোলায় যাওয়ার কারণ জানিয়ে সংবাদমাধ্যমকে চিত্রনায়ক ইমন বললেন, ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সাংসদ আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব ভাইয়ের নির্বাচিত এলাকায় উন্নয়নের একযুগ পালন করা হচ্ছে। এ উপলক্ষে মঞ্চে পারফর্ম করতেই সকাল সকাল আমাদের ভোলাতে আসা।

ইমন যখন কথা বলছিলেন তখন স্টেজে পারফর্ম করছিলেন ফেরদৌস ও পূর্ণিমা।

বিষয়টি জানিয়ে ইমন বলেন, ‘এখানে এসে অবাক। বিশাল আয়োজন করেছে জ্যাকব ভাই। মঞ্চে এখন ফেরদৌস ভাই ও পূর্ণিমা আপু ডুয়েট পারফর্ম করছেন। মাহিয়া মাহি আর সাইমনও ডুয়েট পারফর্ম করবে। আমি আর নুসরাত ফারিয়া সিঙ্গেল পারফর্ম করবো।’

অনুষ্ঠান শেষে আজই ঢাকার উদ্দেশ্যে উড়াল দিবেন তারকারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢালিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ