Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্রের আটলান্টায় পার্লারে সিরিজ হামলা, গুলিতে নিহত ৮

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০২১, ১০:২৯ এএম

যুক্তরাষ্ট্রের আটলান্টায় পৃথক তিনটি পার্লারে বন্দুকধারীর গুলিতে ৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ৫ জন। এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন একজনকে গ্রেফতার করেছে। তার বয়স ২১ বছর। শুরুতে ডাকাতির তথ্য পেয়ে ঘটনাস্থলে যায় বলে জানায় নিরাপত্তা বাহিনী। পরে জানতে পারে গোলাগুলির কথা। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন এর এক প্রতিবেদনে এতথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (১৬ মার্চ) আটলান্টার ৩টি এশীয় ম্যাসেজ পার্লারে গুলির ঘটনায় অন্তত ৮ জন মারা গেছে।
সূত্র জানিয়েছে, গুলিতে ঘটনাস্থলেই দুইজন মারা যায়, হাসপাতালে নেওয়ার সময় আরও দুই জন মারা যায়।

দেশটির পুলিশ জানিয়েছে, প্রথম গুলি বর্ষণের ঘটনার এক ঘণ্টা পর ঘটনাস্থল থেকে ৩০ মাইল দূরে আরেকটি ম্যাসেজ পার্লারে দ্বিতীয় গুলির ঘটনা ঘটে। আটলান্টা পুলিশ জানায় ডাকাতির খবর টেলিফোনে পাওয়ার পর তারা পিডমন্ট রোডে গোল্ড ম্যাসেজ পার্লারে যেয়ে ৩ জনকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। সূত্র : সিএনএন



 

Show all comments
  • Jack+Ali ১৭ মার্চ, ২০২১, ১১:৪৯ এএম says : 0
    O'American people rule your country by Qur'an then Allah will protect you all from all sort of crime, you will live in peace with happiness.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ