পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
পেকুয়ার বারবাকিয়া ৯নং ওয়ার্ড বিএনপির কাউন্সিল চলাকালীন গুলিবর্ষণ করে সভা পÐ করে দিয়েছে দুর্বৃত্তরা। এতে ৭ জন আহত হয়েছে। এ সময় মুখোশ পরিহিত ১০/১২ জনের দুর্বৃত্ত স্কুলছাত্রীসহ ৭ জন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ধারালো কিরিচ দিয়ে কুপিয়ে ও ছুরিকাঘাত করে জখম করে। গত সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের বুধামাঝিরঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন ওই গ্রামের বাহাদুরের মেয়ে শাহনাজ আক্তার মুন্নি, জামাল উদ্দিনের ছেলে আব্দুল কাদের, দেলোয়ার হোসেনের ছেলে ৯নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম, জামাল হোসেনের ছেলে যুবদল নেতা নুরুল কাদের, জালিয়াকাটা গ্রামের মৃত.নুরুল আলমের ছেলে ছাত্রদল নেতা শওকত হোসেন তার ভাই যুবদল নেতা বেলাল উদ্দিন ও উজানটিয়া সুতাচুরা গ্রামের কালা মিয়ার ছেলে বিএনপি নেতা বদিউল আলম। এদের মধ্যে শওকত হোসেন ও নুরুল কাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করা হয়েছে। পেকুয়া সদর পশ্চিম জোন বিএনপির সদস্য সচিব আব্দুল মোনাফ বলেন, বুধামাঝিরঘোনা বিএনপি নেতা ছরওয়ার কামাল মেম্বারের বাড়ির পাশে একটি মাঠে সন্ধ্যা ৭টার দিকে ওয়ার্ড বিএনপির সম্মেলন ও কাউন্সিল অধিবেশন চলছিল। নেতাকর্মী নিয়ে সুন্দরভাবে সম্মেলন চলছে। হঠাৎ ৫/৬রাউন্ড গুলির আওয়াজ শুনি। ১০/১২ জনের মুখোশপরা দুর্বৃত্ত মিটিংয়ে আক্রমন চালায়। কুপিয়ে ও ছুরিকাঘাত করে নেতাকর্মীদের জখম করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।