Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘ভাই পেয়ে মহাখুশি আলাইনা-ইরাম’ সাকিব-শিশিরের শুকরিয়া

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০২১, ১২:০১ এএম

তৃতীয় সন্তানের বাবা হয়েছেন সাকিব আল হাসান। দুই কন্যার পর সাকিব ও শিশির দম্পতির ঘর আলো করে এসেছে এক পুত্রসন্তান। গত পরশু বিকেলে তৃতীয় সন্তানের জনক হন বিশ্বসেরা এই অলরাউন্ডার। নবাগত সন্তানের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের কাছে দোয়া চেয়েছেন তিনি।
বিশ্বসেরা অলরাউন্ডার লিখেছেন, ‘মহান আল্লাহ রাব্বুল আল আমিনের অশেষ রহমতে সোমবার ১৫ মার্চ, ২০২১ এর মাহেন্দ্রক্ষণে আমরা ছোট্ট, সুন্দর এক পুত্রসন্তান লাভ করেছি। আলাইনা আর ইরাম দারুণ আনন্দিত ছোট্ট একটা ভাই পেয়ে। শিশির এবং আমাদের সন্তান দুজনই ভালো আছে। আপনাদের সবাইকে দোয়া ও শুভ কামনার জন্য ধন্যবাদ। আমাদের সবাইকে আপনাদের প্রার্থনায় রাখুন অবিরত। ভালোবাসি আপনাদের। সাকিব।’
২০১২ সালের স্মরণীয় ১২.১২.১২ তারিখে উম্মে আহমেদ শিশিরের সঙ্গে জীবনের ইনিংস শুরু করেন সাকিব। এরপর ২০১৬ সালে সাকিবের প্রথম কন্যা আলায়না হাসান অব্রির জন্ম হয়। গত বছরের এপ্রিলে দ্বিতীয়বারের মতো বাবা হন বিশ্বসেরা এই অলরাউন্ডার। দ্বিতীয় কন্যার নাম রাখেন এরাম হাসান। দু’জনের জন্মই হয়েছে যুক্তরাষ্ট্রে। আগের দুই সন্তানের মতো তৃতীয় সন্তানও জন্ম নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে।
সাকিবের মতো দোয়া চেয়েছেন উম্মে আহমেদ শিশিরও। দুই কন্যার পর পুত্র সন্তান জন্ম দিয়ে নিজের আনন্দের কথা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জানিয়েছেন তিনি, ‘দুটি সুন্দর রাজকন্যার পর এবার সুদর্শন যুবরাজ। আলহামদুলিল্লাহ, আমরা এর চেয়ে ভাল জীবন কল্পনাও করতে পারি না! আমাদের জুনিয়রের জন্য ভালবাসা শুভেচ্ছার জন্য আপনাদের ধন্যবাদ!’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাকিব

২৯ অক্টোবর, ২০২২
১৩ অক্টোবর, ২০২২
৯ অক্টোবর, ২০২২
৮ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ