নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (আনফা) আয়োজিত ত্রিদেশীয় আমন্ত্রণমূলক টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে চায় বাংলাদেশ। এ লক্ষ্য নিয়েই কাঠমান্ডু যাবে লাল-সবুজরা। লক্ষ্যপূরণে খেলোয়াড়রা নিজেদের সেরাটাই মাঠ ঢেলে দেবেন বলে বিশ্বাস জাতীয় দলের ব্রিটিশ প্রধান কোচ জেমি ডে’র। মঙ্গলবার দুপুরে বংিলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমনটাই জানান তিনি। পাশাপাশি জেমি ডে বলেছেন, নেপালের টুর্নামেন্ট হবে তার জন্য আগামী জুনের বিশ্বকাপ বাছাইয়ে বাকি তিন ম্যাচের পরীক্ষা।
এদিকে একদিন অনুশীলন করেই নেপাল সফরের জন্য কোচের পছন্দের তালিকায় এসেছেন জাতীয় দলের স্ট্যান্ডবাই তালিকায় থাকা বাংলাদেশ পুলিশ এফসি’র ফরোয়ার্ড মোহাম্মদ জুয়েল। ত্রিদেশীয় সিরিজের জন্য বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াডে ছিলেন না তিনি। একদিন অনুশীলন করে কোচের নজর কেড়ে এই ফরোয়ার্ড জায়গা পেয়ে গেলেন মূল দলে! এখন জুয়েলকে নিয়েই ১৮ মার্চ নেপালে যাচ্ছে বাংলাদেশ দল। আগের ২৪ জনের দলে আক্রমণভাগের খেলোয়াড় ছিলেন মাহবুবুর রহমান সুফিল, মতিন মিয়া, সাদ উদ্দিন, মেহেদী হাসান রয়েল, বিপলু আহমেদ, মোহাম্মদ আব্দুল্লাহ, রাকিব হোসেন ও সুমন রেজা। এবার যোগ হলেন জুয়েল। তাকে মূল দলে নেয়ার কারণ হিসেবে জেমি বলেন,‘ফরোয়ার্ডে আরও একটি বিকল্প থাকা সবসময়ই দলের জন্য ভালো। আমাদের যথেষ্ট মিডফিল্ডার, ডিফেন্ডার আছে। আক্রমণভাগে একটু কমতি ছিল। তাই জুয়েলকে নিয়েছি।’
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম লেগে তেমন নজর কাড়তে পারেননি জুয়েল। ১২ ম্যাচে গোল করেছেন মাত্র ১টি। তবে কৌশলগত কারণে ২০ বছর বয়সী এই তরুণের খেলা মনে ধরেছে জেমির,‘হয়ত দুটো ম্যাচে আক্রমণভাগে সে থাকবে না। কারণ ২৫ জন খেলোয়াড় নিয়ে নেপালে যাচ্ছি আমি। এটা তাদের জন্য ভালো অভিজ্ঞতা হবে। আমি মনে করি, লিগে জুয়েল ভালো করেছে। আক্রমণভাগে যথেষ্ট জায়গা নিয়ে খেলেছে।’
ত্রিদেশীয় টুর্নামেন্টে ২৩ মার্চ উদ্বোধনী দিনই মাঠে নামছে বাংলাদেশ। এদিন নিজেদের প্রথম ম্যাচে কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলের মুখোমুখি হবে লাল-সবুজরা। বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ খেলবে ২৭ মার্চ স্বাগতিক নেপালের বিপক্ষে। এর আগে নেপাল ২৫ মার্চ প্রথম ম্যাচ খেলবে কিরগিজস্তানের বিপক্ষে। রাউন্ড রবিন লিগ শেষে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা দুই দল ফাইনাল খেলবে ২৯ মার্চ। টুর্নামেন্টকে সামনে রেখে মঙ্গলবার বিকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করেছে জাতীয় দল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।