Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনা কর্তনে ছাড়পত্র পেল ‘স্ফুলিঙ্গ’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০২১, ২:২৯ পিএম

বিনা কর্তনে ছাড়পত্র পেল তৌকীর আহমেদ পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘স্ফুলিঙ্গ’। গতকাল (১৪ মার্চ) বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড মুক্তির এই অনুমতি দিয়েছে। সেন্সর বোর্ডের সচিব মো. মমিনুল হক খবরটি নিশ্চিত করেছেন। যার ফলে আগামী ১৯ মার্চ সারাদেশে মুক্তি পাচ্ছে সিনেমাটি। আর ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষে হবে এর বিশেষ প্রদর্শনী।

স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশনের প্রযোজনায় নির্মিত এ চলচ্চিত্রের কাহিনি আবর্তিত হয়েছে তরুণদের একটি ব্যান্ড দলকে ঘিরে। ভালোবাসা দিবসে এই সিনেমার প্রথম গান ‘তোমার নামে’ প্রকাশ পেয়েছে। সম্প্রতি প্রকাশিত ট্রেলারে দেখা যায় ছবিতে রয়েছে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, রয়েছে মুক্তিযুদ্ধ। আবার একই সাথে রয়েছে এ প্রজন্মের মধ্যে থাকা মুক্তিযুদ্ধের চেতনা। বুঝা যাচ্ছে ছবিটিতে থাকছে দুই প্রজন্মের দেশপ্রেমের গল্প।

পরিচালক তৌকীর আহমেদ বলেন, ‘স্ফুলিঙ্গ’ মূলত গানের, প্রতিবাদের ছবি। স্ফুলিঙ্গ মুক্তিযুদ্ধের। সকলের মনের ভেতরেই আছে এই স্ফুলিঙ্গ। ছবিতে মুক্তিযুদ্ধ ও বর্তমান প্রজন্মের স্ফুলিঙ্গের গল্প উঠে আসবে।’

চলচ্চিত্রটির সংগীত পরিচালনা করছেন পিন্টু ঘোষ। প্রযোজনা করছে স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশন। সিনেমাটির প্রধান চরিত্রগুলোতে আছেন পরীমনি, শ্যামল মাওলা, জাকিয়া বারী মম। আরও অভিনয় করেছেন আবুল হায়াত, মামুনুর রশীদ, শহীদুল আলম সাচ্চুর মতো শিল্পীরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢালিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ