Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চকরিয়ায় বসত বাড়িতে অগ্নিকান্ড, তিন শিশু নিহত

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০২১, ৪:৫৭ এএম | আপডেট : ৮:২৬ এএম, ১৬ মার্চ, ২০২১

কক্সবাজারের চকরিয়ায় একটি বসতবাড়িতে অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে একই পরিবারের তিন শিশু সন্তান। এতে আহত হয় আরো ৫ জন।

নিহত তিন শিশুরা হলো- মোঃ জাহেদুল ইসলাম (১২), মীম আক্তার (১০) ও মিতু মনি (৮)।

সোমবার (১৫ মার্চ) রাত ১২টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডস্থ সাবান ঘাটা এলাকায় জাকের হোসেন মেস্ত্রীর বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া তিন শিশুই জাকের হোসেন মেস্ত্রীর সন্তান।
স্থানীয় বাসিন্দা মোকতার আহমদ এই ঘটনা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বৈদ্যুতিক শটসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাড়ির সবাই ঘুমন্ত ছিল এ সময় আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে চারিদিকে।

হঠাৎ আগুন দেখে তারা বাড়িতে থেকে বের হয়। পরে তিন শিশু সন্তানকে বের করতে গিয়ে দেখে ইতোমধ্যেই তারা দগ্ধ হয়ে গেছে।

স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। ঘরেই পুড়ে অঙ্গার হলো তিন শিশু সন্তান। ভস্মীভূত হয়ে যায় সেমিপাকা বাড়িটি।

হারবাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনারুল ইসলাম মিরান সংবাদটি নিশ্চিত করেন। তিনি জানান, বৈদ্যুতিক শটসার্কিটের আগুনে এই দুর্ঘটনা ঘটে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অগ্নিকাণ্ড

২৬ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ