Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতে এক দিনেই ফের আক্রান্ত ২৬ হাজার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০২১, ১২:০১ এএম

ভারতের ফের করোনাভাইরাসের সংক্রণ বাড়ছে। ২৪ ঘণ্টায় প্রাণঘাতী এ ভাইরাসে দেশটিতে ২৬ হাজার ২৯১ জন আক্রান্ত হয়েছেন, যা প্রায় তিন মাসে সর্বোচ্চ। আনন্দবাজার জানিয়েছেন, একদিনে মহারাষ্ট্রের সাড়ে ১৬ হাজার সংক্রমণ ছাড়িয়েছে। এ বছরে এখনও পর্যন্ত যা সর্বোচ্চ। মুম্বাইয়েও আক্রান্ত প্রায় দুই হাজারের কাছাকাছি। এ পর্যন্ত ভারতে মোট কোভিড আক্রান্ত রোগীর সংখ্যা ১ কোটি ১৩ লাখ ৮৫ হাজার ৩৩৯ জন। দেশটিতে করোনায় দৈনিক মৃত্যু ১০০ এর নিচে নেমে এসেছিল। গত কয়েক দিনে তা ফের ১০০ কখনও ১৫০ ছাড়িয়ে যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছে ১১৮ জন। এ নিয়ে মোট মৃত ১ লাখ ৫৮ হাজার ৭২৫ জন। সংক্রমণ বৃদ্ধির জেরে দেশে সক্রিয় রোগীর সংখ্যাও রোজ বাড়ছে। এখন তা প্রায় ২ লাখ ১৯ হাজার ২৬২। এবিপি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ