Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মির্জাপুরে কলেজ ছাত্রীর গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি | প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০২১, ৭:০১ পিএম

টাঙ্গাইলের মির্জাপুরে রোজিনা (২০) নামে এক কলেজ ছাত্রী গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।
সোমবার সকাল সোয়া নয়টার দিকে উপজেলার আনাইতারা ইউনিয়নের চামারী ফতেপুর গ্রামে এ ঘটনা ঘটে। সে লাউহাটি এম আরফান আলী ডিগ্রী কলেজের স্নাতক শ্রেণির ছাত্র এবং চামারী ফতেপুর গ্রামের রেজন মিয় মেয়ে বলে জানা গেছে। আনাইতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, সোমবার সকাল সোয়ানয়টার দিকে রোজিনা গোসল করার কথা বলে বাথরুমে ঢুকেন। সেখানে দরজা আটকিয়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে পরিবারের লোকজন বোঝতে পেরে দরজা ভেঙে তাকে মুমূর্র্ষূ অবস্থায় উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নেয়ার পথে ভাবখন্ড বাজারে পৌছালে সেখানে তার মৃত্যু হয়। পরে দুপুরে চামারী ফতেপুর গ্রামের সামাজিক কবরাস্থানে তাকে দাফন করা হয়।

আনাইতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মেয়ে এমনিতে খুবই পর্দানশীন হলে মাঝেমধ্যে মানসিকভাবে বিপর্যস্ত থাকতো। এ ব্যাপারে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিজাউল হক দিপুর সঙ্গে কথা বলে বিষয়টি তিনি জানতে পেরেছেন। যেহেতু দাফন সম্পন্ন হয়েছে। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে বলে তিনি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আত্মহত্যা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ