বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খেলাফত মজলিসের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, কোরআনের পরিমার্জন ও পরিবর্তনে বিশ্বাস করা একজন মুসলিমের বৈশিষ্ট্য হতে পারে না। হযরত মুহাম্মদ (সা.) এর ওপর নাযিল হওয়া এই ঐশী গ্রন্থের আজ পর্যন্ত কোন ধরণের পরিবর্তন-পরিবর্ধন হয়নি। অথচ ভারতের সর্বোচ্চ আদালতে দায়ের করা রীটে এক শিয়া নেতা কোরআন পরিবর্তনের দাবি তোলেন। কোন মুসলমান আল্লাহর নির্ভুল ঐশী গ্রন্থের সাথে এরকম ধৃষ্টতা দেখাতে পারে না। চরম ইসলামী বিরোধী শক্তির ইন্ধনে এ জঘন্য কাজটি করা হয়েছে। এতে মুসলমানদের অন্তরে আগুন জ্বালিয়ে দিয়েছে। ভারতীয় সর্বোচ্চ আদালতকে এই ধরণের রীট অবশ্যই খারিজ করতে হবে। শুধু তাই নয় মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার দায়ে উক্ত রীট কারীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
মাওলানা ইসহাক গতকাল রাতে কেন্দ্রীয় কার্যালয়ে খেলাফত মজলিসের ঢাকাস্থ নির্বাহী পরিষদের এক সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, নায়েবে আমীর অধ্যাপক আবদুল্লাহ ফরিদ, মাওলানা আহমদ আলী কাসেমী, অধ্যাপক আবদুল হালিম, যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, ড: মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মুহাম্মদ আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান, প্রকাশনা ও প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম, বীর মুক্তিযোদ্ধা ফয়জুল ইসলাম, প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, অধ্যাপক মাওলানা আজিজুল হক, মাওলানা আবদুল হক আমিনী, খন্দকার শাহাব উদ্দীন আহমদ, তাওহীদুল ইসলাম তুহিন ও সাইফুদ্দিন আহমদ খন্দকার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।