Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফুলপুরের নৌকা নামক ফেইসবুক আইডির বিরুদ্ধে থানায় জিডি

ফুলপুর (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০২১, ১১:২৫ পিএম

ময়মনসিংহের ফুলপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মোহাম্মদ হাবিবুর রহমানকে রাজনৈতিক ও সামাজিক ভাবে হেয় করার জন্য ব্যক্তিগত বিভিন্ন ছবি ব্যবহার করে কে বা কাহারা "ফুলপুরের নৌকা" নামক একটি ফেইসবুক আইডি খুলে তার নামে মিথ্যা ও বানোয়াট বিভিন্ন পোস্ট দিচ্ছে । ফুলপুরের নৌকা নামক আইডি'র পোস্ট বানোয়াট, মনগড়া ও উদ্দেশ্য প্রনোদিত এবং তার সাথে কোন সম্পৃক্ততা নেই উল্লেখ করে মোহাম্মদ হাবিবুর রহমান রবিবার (১৪ মার্চ) ফুলপুর থানায় একটি সাধারন ডায়েরী করেছেন। যার নং- ৫৬৩।

ইহা নিতান্তই উদ্দেশ্য প্রনোদিত উল্লেখ করে ফুলপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, ফুলপুরের নৌকা নামক একটি আই ডি থেকে সমাজে আমাকে খাটো করতে এবং রাজনৈতিকভাবে স্বাভাবিক পরিবেশ নষ্ট করতে, সর্বোপরি বানোয়াট ও মনগড়া একটি ষ্টেটাস দিয়েছে। এতে আমি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত বিধায় আইনের স্বরণাপন্ন হয়েছি। এই ব্যাপারে ফুলপুর থানায় একটি জিডি করেছি এবং ওসি সাহেবকে তদন্ত স্বাপেক্ষে পদক্ষেপ নিতে অনুরোধ করেছি। সেই সাথে আমার রাজনৈতিক প্রতিপক্ষের বন্ধুদেরকে বলবো নোংড়ামি না করে নিজেদের প্রতি খেয়াল রেখে সময় ও মেধা খাটান। ফেক আইডি খুলিয়া নিজেদেরকে দেউলিয়া প্রমান করবেন না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জিডি

১১ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ