বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নগরীর সেই ‘লেডি গ্যাং লিডার’ তাহমিনা সিমিকে পুলিশ তিন দিনের রিমান্ডে নিয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে ওয়াসিফা চৌধুরী অর্না নামের এক কিশোরীকে মারধরের স্টাইল দেখিয়ে নিজেকে বীর মনে করা মেহেরুলের খোঁজে মাঠে নেমেছে পুলিশ। তার বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলায় বলে জানিয়েছে পুলিশ। gরোববার সিমিকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে শুনানিশেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে অর্না বাদী হয়ে সিমিসহ তিনজনের বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা দায়ের করেন। মামলায় সিমি ও মারধর করা সিমির বন্ধু মেহেরুল হাসান এবং ঘটনার ভিডিও ধারণ করা অজ্ঞাতানামা আরও একজনকে আসামি করা হয়েছে । অভিযুক্ত তাহমিনা সিমি চাঁদপুরের কামাল হোসেনের মেয়ে। এমন একটি ঘটনায় ২০২০ সালেও সিমি পুলিশের হাতে আটক হয়েছিলেন বলে জানান পুলিশ কর্মকর্তারা।
গত ৪ মার্চ পতেঙ্গার নেভাল এলাকায় মারধরের ভিডিওটি ১২ মার্চ সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়। ১৩ মার্চ বিকেলে ওয়াসিফা চৌধুরী অর্নার অভিযোগের ভিত্তিতে পতেঙ্গা থানা পুলিশ মামলা নেয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।