নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
মুজিববর্ষ উপলক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) আয়োজিত আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতযোগিতায় ফুটবল ও ক্রিকেট ডিসিপ্লিনের ফাইনাল খেলা আজ অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১০টায় পল্টন ময়দানে ক্রিকেটের ফাইনালে মুখোমুখি হবে ৪ ও ১১ নম্বর ওয়ার্ড। অন্যদিকে বিকাল ৪টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফুটবলের শিরোপা নির্ধারণী ম্যাচে ৯ নম্বর ওয়ার্ডের মোকাবিলা করবে ২৪ নম্বর ওয়ার্ড। দুই ডিসিপ্লিনের ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করবেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এবং স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।