Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় ফুটবল দলের হোটেল পরিবর্তন

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০২১, ৯:১০ পিএম

নেপালের ত্রিদেশীয় টুর্নামেন্টকে সামনে রেখে ঘোষিত ৩১ সদস্যের জাতীয় দলের ২৭ ফুটবলার শনিবার প্রধান কোচ জেমি ডে’র কাছে রিপোর্ট করার পরই রাজধানীর হোটেল এশিয়াতে উঠেছিল। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এখানেই জাতীয় দলের আবাসিক ক্যাম্প করেছিল। কিন্তু হোটেল এশিয়াতে সুইমিংপুল ও অত্যাধুনিক জিম না থাকায় ক্যাম্প ভেন্যু পছন্দ হয়নি জেমির। তাই হোটেল পরিবর্তন করতে হলো জাতীয় দলকে। এক রাত এশিয়াতে অবস্থান করার পর রোববার হোটেল ইন্টারকন্টিনেন্টালে উঠেছেন জাতীয় দলের খেলোয়াড়রা। নেপাল যাওয়ার আগ পর্যন্ত ইন্টারকন্টিনেন্টালেই তাদের আবাসন ব্যবস্থা করেছে বাফুফে। ফলে বিদেশে খেলতে যাওয়ার আগে এই প্রথম দেশের কোনো পাঁচ তারকা হোটেলে থাকছেন লাল-সবুজের ফুটবলাররা।

এদিকে আগের দিন রিপোর্ট করতে না পারলেও বাকি চার ফুটবলার মধ্যে গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা ও আনিসুর রহমান জিকো এবং মিডফিল্ডার মো. আবদুল্লাহ রোববার কোচ জেমি ডে’র কাছে রিপোর্ট করে ক্যাম্পে উঠেছেন। অন্যদিকে কলকাতায় অবস্থান করার ফলে এখনো রিপোর্ট করতে পারেননি জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। তবে সামাজিক যোগাযোগে জানান, দেশের জন্য নেপালে সেরাটা দিতে প্রস্তুত তিনি। জামাল বলেন,‘জাতীয় দলের হয়ে খেলা যে কারো জন্যই সৌভাগ্যের ব্যাপার। আমি দেশে নাই, তারপরও জাতীয় দলে ডাক পেয়েছি। এ জন্য কোচ ও বাফুফের জাতীয় দল কমিটির কর্মকর্তাদের জানাই ধন্যবাদ। আশাকরছি তাদের আস্থার প্রতিদান দিতে পারবো নেপালে। আমি দেশের জন্য নিজের সেরাটা দিতে চেষ্টা করবো সেখানে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ