Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পেট্রোলের লরি থেকে মির্জাপুরে ভয়াবহ অগ্নিকান্ড

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি | প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০২১, ৯:০৭ পিএম

টাঙ্গাইলের মির্জাপুরে পাকুল্যা বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একটি পেট্রোলের লড়ি থেকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।

জানা গেছে, পাকুল্যা বাজারের মেঘনা পেট্রোলিয়ামের ডিলার মনোরঞ্জনের সাহার গুদামের সামনে কটি পেট্রোলের লড়ি থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্য গুদাম এবং আশপাশের দোকান গুলিতে আগুন ছড়িয়ে পড়লে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুনের লেলিহান শিখার ব্যাপকতা ছড়িয়ে পড়লে মির্জাপুর ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। অগ্নিকান্ডে পাকুল্যা বাজারের পাঁচটি দোকান এবং জামুর্কী ইউপি চেয়ারম্যানের বৈঠকখানা পুড়ে গেছে বলে জানা গেছে।

মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) গিয়াস উদ্দিন বলেন, রাত আটটার দিকে আগুন পুরাপুরি নিয়ন্ত্রনে এসছে।
প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে স্থানীয়রা ধারনা করছেন ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অগ্নিকাণ্ড

২৬ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ