Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘ভাঙা পায়েই খেলা হবে’ : নন্দীগ্রাম দিবসে বার্তা মমতার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০২১, ৪:১৫ পিএম

ভারতের পশ্চিমবঙ্গে ২০০৭ সালের ১৪ মার্চ নন্দীগ্রামে আন্দোলনে পুলিশের গুলিতে ১৪ জন গ্রামবাসীর মৃত্যু হয়। সেই দিনকে স্মরণ করে প্রতিবছর দিনটিতে ‘নন্দীগ্রাম দিবস’ পালন করে তৃণমূল। আজ রোববার সেই দিনেই কলকাতার গান্ধী মূর্তির পাদদেশ থেকে হাজরা মোড় পর্যন্ত এক মিছিলের আয়োজন করে তৃণমূল কংগ্রেস। হুইল চেয়ারে বসে সেই মিছিলে নেতৃত্ব দেন মমতা। অনুষ্ঠানের শুরুতেই মুখ্যমন্ত্রী ঘোষণা দেন, ভাঙা পায়েই নবান্ন দখল হবে। কোনও বহিরাগতরা এখানে জায়গা করতে পারবে না।’
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আঘাতপ্রাপ্ত হওয়ার পর গোটা রাজ্যের পরিস্থিতিই বদলে গেছে। তৃণমূল কংগ্রেস আবারো জেগে উঠেছে। 'খেলা হবে' স্লোগানের আগে জুড়েছে নতুন দুই শব্দ 'ভাঙা পা', 'ভাঙা পায়ে খেলা হবে'। নতুন উদ্যোমে প্রচার আরও জোরদার করেছেন দলীয় কর্মীরা। মমতা নিজেও হাসপাতালের বেড থেকে দুই দিনের মাথায় ফের ভোট ময়দানে ফিরেছেন।
এরই মধ্যে তৃণমূল কর্মীরা নতুন স্লোগান দিতে শুরু করেছেন। এবার ভাঙা পায়ে খেলা হবে। এসএসকেএম হাসপাতালে সামনে এই স্লোগান লেখা ব্যানার নিয়ে প্রচার শুরু করেছেন তাঁরা। এমনকী শহরের একাধিক জায়গায় এই স্লোগান লিখে প্রতিবাদে পথে নেমেছেন তৃণমূল কংগ্রেস নেতা কর্মীরা।
পা ভাঙলেও একুশের ভোটের ময়দানে এক ইঞ্চি জমি তিনি ছাড়বেন নাÑ হাসপাতালের বেডে শুয়েই দলীয় কর্মীদের ভিডিও বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন ২-৩ দিনের মধ্যে ফের কেন্দ্রে ফিরবেন। কোনও কর্মসূচি বাতিল হবে না। পায়ে আঘাত লাগার জন্য সমস্যা হতে পারে কিন্তু কোনও সভা তিনি বাতিল করবেন না। ১ এপ্রিল নন্দীগ্রামে ভোট। সেখানকার প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের কেন্দ্রে প্রচার ছাড়া গোটা রাজ্যে ভোটের প্রচারে তিনিই প্রধান মুখ।
বারবারই তৃণমূলনেত্রী বলেছেন, কে প্রার্থী হচ্ছে দেখার প্রয়োজন নেই, ২৯৪টি আসনে আমিই প্রার্থী। কাজেই ভোটের আগে গোটা রাজ্যে প্রচারের গুরু দায়িত্ব রয়েছে তাঁরই কাঁধে। সূত্র : আনন্দবাজার

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ