Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

লালপুরে কয়েলের আগুনে কপাল পুড়লো কৃষকের

লালপুর (নাটোর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০২১, ৪:০৫ পিএম

কয়েলের আগুনে নাটোরের লালপুরে ফজুল রহমান নামের এক কৃষকের গোয়ল ঘরে থাকা একটি ষাঢ় গরু ও একটি ছাগল পুড়ে মারা গেছে। এতে আনুমানিক ৩ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত কৃষক। রবিবার (১৪ মার্চ) ভোর চার টার দিকে লালপুর উপজেলার এবি ইউপির সাকইল গ্রামে এই আগ্নি কান্ডের ঘটনা ঘটে।
স্থানীয় ও ফায়র সার্ভিস সূত্রে জানা গেছে, রাতে কৃষক ফজলু রহমান তার বাড়ির গোয়াল ঘরে কয়েল লাগিয়ে ঘুমিয়ে পড়ে। পরে ভোর চার দিকে গোয়ল ঘরে আগুন দেখতে পায়। পরে স্থানীয়রা ৯৯৯ নম্বারে এ ফোন করলে কিছু ক্ষণ পরে লালপুর ফায়ার সার্র্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রনে। এসময় গোয়াল ঘরে থাকা একটি ষাঢ় গরু ও একটি ছাগল অগ্নি দগ্ধ হয়ে মারা যায়।’
কৃষক ফজলু রহমান জানান, ‘এই ষাঢ় গরু ও ছাগলটিই তার একমাত্র সম্বল ছিলো। আগুনে তার সব শেষ হয়ে গেছে।’
এবি ইউপি চেয়াম্যান আব্দুস সাত্তার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অগ্নিকাণ্ড

২৬ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ