Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হুইল চেয়ারে বসেই আজ প্রচারে নামছেন মমতা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০২১, ১২:৪১ পিএম

গত বুধবার পশ্চিমবঙ্গের নন্দীগ্রামে আহত হওয়ার পর আজ রোববার ফের রাজপথে নামছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতায় গান্ধী মূর্তির পাদদেশ থেকে হাজরা পর্যন্ত একটি মিছিলের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। সেখানেই হুইল চেয়ারে বসে নেতৃত্ব দেবেন মমতা। হাসপাতাল থেকে ফেরার পর রোবারই প্রথমবার প্রচারের ময়দানে তাঁকে দেখা যেতে চলেছে।
এর আগে আজ রোববার কালীঘাটের বাড়িতে বসে তৃণমূলের নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন মমতা। গতকাল শুক্রবার তৃণমূলের নির্বাচনী ইশতেহার নন্দীগ্রাম থেকে প্রকাশ করার কথা ছিল। মমতার অসুস্থতার কারণে তা বাতিল হয়। আজ ‘নন্দীগ্রাম দিবসে’ মমতা ইশতেহার প্রকাশ করবেন।
২০০৭ সালে নন্দীগ্রামে বামফ্রন্ট সরকার ২৭ হাজার একর জমি রসায়ন শিল্প অঞ্চল গড়ার জন্য অধিগ্রহণের উদ্যোগ দিলে খেপে ওঠেন এলাকার মানুষ। এগিয়ে আসেন মমতা। গড়ে তোলেন তুমুল আন্দোলন। নন্দীগ্রাম ও সিঙ্গুর আন্দোলন পশ্চিমবঙ্গে ৩৪ বছরের বামফ্রন্ট দুর্গ ভেঙে দেয়। বিধানসভা নির্বাচনে জিতে মুখ্যমন্ত্রী হন মমতা।
২০০৭ সালের ১৪ মার্চ নন্দীগ্রামে আন্দোলনে পুলিশের গুলিতে ১৪ জন গ্রামবাসীর মৃত্যু হয়। সেই দিনকে স্মরণ করতে প্রতিবছর দিনটিতে ‘নন্দীগ্রাম দিবস’ পালন করে তৃণমূল। এবার এ দিনকেই দলের নির্বাচনী ইশতেহার প্রকাশের দিন হিসেবে বেছে নিয়েছেন মমতা।
এবারের নির্বাচনে পূর্ব মেদিনীপুর জেলার আলোচিত নন্দীগ্রাম আসন থেকে প্রার্থী হয়েছেন মমতা। গত বুধবার নন্দীগ্রামে মনোনয়নপত্র জমা দিয়ে একাধিক মন্দির পরিদর্শন করেন মমতা। সন্ধ্যায় স্থানীয় একটি মন্দির থেকে ফেরার পথে তাঁর ওপর হামলা হয় বলে অভিযোগ ওঠে। তাঁকে দ্রুত কলকাতায় ফিরিয়ে এনে পিজি হাসপাতালে ভর্তি করা হয়। গঠন করা হয় ৬ সদস্যের মেডিকেল বোর্ড। বাঁ পায়ে প্লাস্টার করা হয় তাঁর।
শুক্রবার দুপুরে চিকিৎসকেরা জানান, মমতা সুস্থ আছেন। পায়ের ফোলা অনেকটাই কমেছে। কমেছে শরীরের বিভিন্ন অংশের ব্যথাও। এরপর সন্ধ্যায় মমতা চিকিৎসকের ছাড়পত্র নিয়ে হুইল চেয়ারে বসে বাড়ি ফেরেন। এ সময় তাঁর বাঁ পায়ে প্লাস্টার ও বিশেষ জুতা দেখা যায়।
হাসপাতালের শয্যা থেকে এক বার্তায় মমতা বলেছিলেন, দ্রুত তিনি দলের কাজে ফিরতে চান। কিন্তু আহত মমতাকে দু’দিন বিশ্রাম নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। পুরুলিয়ায় মমতার নির্ধারিত কর্মসূচি তাই বাতিল হয়ে যায়। সোমবার ঝাড়গ্রাম থেকে তিনি ফের প্রচার শুরু করবেন বলেও দলীয় সূত্রে জানা যায়। কিন্তু পরে আবারও পরিবর্তন করা হয় কর্মসূচি। মমতা জানান, তিনি পুরুলিয়া, বাঁকুড়ার কর্মসূচিতে উপস্থিত থাকতে চান। তাই রবিবার রাতেই তাঁর দুর্গাপুর যাওয়ার কথা। দুর্গাপুরে রাত কাটিয়ে সোমবার সেখান থেকেই পুরুলিয়া যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর। কপ্টারে সেখান থেকে বাঁকুড়া যাওয়ার কথা তাঁর। সূত্র : আনন্দবাজার

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ