Inqilab Logo

সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১, ০১ মুহাররম ১৪৪৬ হিজরী

হঠাৎ অসুস্থ নায়ক ফারুক, আছেন আইসিইউতে

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০২১, ৯:৪৮ এএম

হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় নায়ক ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক। সিঙ্গাপুরের একটি হাসপাতালে আইসিইউতে (ইনটেনসিভ কেয়ারে ইউনিট) চিকিৎসাধীন তিনি। শনিবার সকালে তাকে জরুরি ভিত্তিতে আইসিইউতে নেয়া হয়েছে বলে জানিয়েছেন ফারুকের ভাতিজি আসমা পাঠান রুম্পা।

রুম্পা জানান, গত ৪ মার্চ থেকেই সিঙ্গাপুরে রয়েছেন ফারুক। নিয়মিতই চেকআপের জন্যই সিঙ্গাপুর গিয়েছিলেন তিনি। সবকিছু ঠিকঠাক ছিল। কিন্তু আজ শনিবার সকালে ঘুম থেকে উঠছিলেন না। ডাকাডাকি করে দেখা যায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। পরে দ্রুত তাকে আইসিইউতে নেয়া হয়। সেখানে এ মুহূর্তে তিনি চিকিৎসকের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রয়েছেন। তার সঙ্গে কাউকে দেখা করতে দেয়া হচ্ছে না।

ফারুকে সঙ্গে কাউকে দেখা করতে দেয়া হচ্ছে না। এমনকি ফোনেও তার কথা বলা নিষেধ বলে জানান রুম্পা। চাচার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

উল্লেখ্য, নায়ক ফারুক ও তার পুরো পরিবার করোনায় আক্রান্ত হয়েছিলেন। তবে করোনা থেকে সুস্থ হলেও তার শরীরে নানা রকম সমস্যা থাকায় তাকে চেকআপের জন্য সিঙ্গাপুর নেয়া হয়।

১৯৪৮ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন ফারুক। ১৯৭১ সালে এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে ঢাকাই সিনেমায় অভিষেক হয়েছিলে তার। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে ঢাকা-১৭ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ফরুক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢালিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ