মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুয়োমোর রিরুদ্ধে যৌন হয়রানির সপ্তম অভিযোগের পর পদত্যাগের দাবি জানিয়েছেন সিনেটররা। গত দশ বছরেরও অধিক সময় নিউইয়র্কের গভর্নরের দায়িত্বে থাকা কুয়োমো সম্প্রতি বেশ চাপের মধ্যে রয়েছেন। শনিবার (১৩ মার্চ) বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, কুয়োমোর রাজনৈতিক সহচর চাক শমার এবং কির্স্টেন গিলিব্র্যান্ডের মতে, কুয়োমো নিউইয়র্কবাসীর ‘আস্থা হারিয়েছেন’।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন নিউইয়র্ক গভর্নর। একই সঙ্গে তিনি পদত্যাগ করতেও অস্বীকৃতি জানিয়েছেন। তার ভাষায়, ‘যেসব অভিযোগ আনা হচ্ছে তার কিছুই আমি করিনি।’ সপ্তম অভিযোগটি আসার আগে শুক্রবার তিনি বলেন, ‘আমি কখনোই কাউকে হেনস্তা করিনি। কাউকে হয়রানি বা অনাকাক্সিক্ষত স্পর্শ করিনি।’
ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, ৬৩ বছর বয়সী নিউইয়র্কের এই গর্ভর্নরের বিরুদ্ধে এখন পর্যন্ত পাঁচজন নারী যৌন হয়রানির অভিযোগ তুলেছেন। এই সবগুলো অভিযোগেই তার বিরুদ্ধে বর্তমানে তদন্ত চলছে। আর এবার ষষ্ঠ আরেকজন নারী কুয়োমের বিরুদ্ধে একই অভিযোগ এনেছেন। এরপরই গভর্নরের পদ ছেড়ে দিতে তার আহ্বান জানান শীর্ষস্থানীয় ডেমোক্র্যাটরা।
সংবাদমাধ্যটি জানিয়েছে, এখন পর্যন্ত অঙ্গরাজ্যটির ৫৫ জনেরও বেশি ডেমোক্র্যাটদলীয় আইনপ্রণেতা পদত্যাগের আহ্বান জানিয়ে অ্যান্ড্রু কুয়োমোকে চিঠি দিয়েছেন। ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের মধ্যে সর্বশেষ নিউইয়র্কের কংগ্রেস সদস্য আলেকজান্দ্রিয়া ওকাশিও-কর্তেজ এবং প্রবীন কংগ্রেস সদস্য জেরি ন্যাডলার নিউইর্কের গভর্নরের পদত্যাগের আহ্বান জানিয়েছেন। সূত্র : বিবিসি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।