Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সরিয়ে দেয়া হলো সউদী হজমন্ত্রীকে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০২১, ৮:৪৭ এএম

সউদী আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী মোহাম্মদ বেনতেনকে তার পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন এসাম বিন সাইদ। বাদশাহ সালমান বিন আবদুল আজিজ গতকাল শুক্রবার এই সিদ্ধান্ত গ্রহণ করেন। সরকারি সউদী প্রেস এজেন্সি (এসপিএ) রাজকীয় ডিক্রির উদ্ধৃতি দিয়ে এই খবর পরিবেশন করেছে।
২০২০ সালের জুলাই মাসের শেষ দিকে হওয়া গত হজে সউদী আরবের হাজার দশেক লোককে হজ পালন করার সুযোগ দেয়া হয়েছিল। এবার কতজনকে দেয়া হবে, তা এখনো স্পষ্ট নয়।
ওকাজ পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী, যারা কোভিড-১৯ টিকা দিয়েছেন, কেবল তাদেরই এবার হজ করার অনুমতি দেয়া হবে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় চলতি মাসে জানিয়েছিল, টিকা গ্রহণ হবে হজ করার অনুমতি পাওয়ার অন্যতম শর্ত। সূত্র : খালিজ টাইমস



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সউদী আরব


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ