Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গৌতম বুদ্ধের আদলে এবার ট্রাম্প বুদ্ধ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ মার্চ, ২০২১, ৫:৫৩ পিএম

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মূর্তির ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে। সাদা রঙের সেই মূর্তিটি যেন গৌতম বুদ্ধে মতো ধ্যানে মগ্ন। চীনের একটি ই-কমার্স সাইটে হু হু করে বিক্রি হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের এই মূর্তিটি। দাম ৩ হাজার ৯৯৯ ইয়ান অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৫২ হাজার টাকারও বেশি।

এই মূর্তির কারণেই আরও একবার সংবাদ শিরোনামে উঠে এলেন ডোনাল্ড ট্রাম্প। জানা গিয়েছে, টাওবাও নামে চীনা একটি ই-কমার্স সাইটে বিক্রি হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের বৌদ্ধ মূর্তি। মোট দু’ধরনের মূর্তি পাওয়া যাচ্ছে সাইটে। ৪ দশমিক ৬ মিটারের মূর্তিটির দাম ৫২ হাজার টাকা। অন্যদিকে, ১ দশমিক ৬ মিটারের মূর্তিটির দাম রাখা হয়েছে ৯৯৯ ইয়ান অর্থাৎ বাংলাদেশী মুদ্রায় প্রায় ১৩ হাজার টাকা। তবে দুটি মূর্তিই দেখতে একরকম। তাতে দেখা যাচ্ছে, গৌতম বুদ্ধের মতোই ধ্যানমগ্ন হয়ে রয়েছেন ট্রাম্প।

এখানেই শেষ নয়, ওই ওয়েবসাইটে মূর্তিটি সম্বন্ধে লেখা, ‘ট্রাম্প বুদ্ধ বৌদ্ধ ধর্ম সম্পর্কে সবথেকে বেশি জানেন।’ পাশাপাশি সেখানে বলা হয়েছে, এই মূর্তি অফিসে বসালে সংস্থার উন্নতি হবে। এই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে এর বিক্রেতা বলেন, ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ স্লোগানটি থেকেই এই ট্রাম্পের বুদ্ধ মূর্তি তৈরি করা হয়েছে। পাশাপাশি সাবেক মার্কিন প্রেসিডেন্ট সবসময় বলে থাকেন, তিনি সবকিছু অন্যের তুলনায় বেশি জানেন। আর তাই সেই মূর্তি সম্পর্কেও লেখা, গৌতম বুদ্ধের তুলনায় বৌদ্ধ ধর্ম সম্পর্কে বেশি জানেন। সূত্র: দ্য নিউ ইয়র্ক টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ