Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১৯ বছর পর সন্ত্রাসবাদের ‘মিথ্যা অভিযোগ’ থেকে রেহাই পেলেন ১২৭ ভারতীয় মুসলিম

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ মার্চ, ২০২১, ৯:৫১ এএম

২০০১ সালের ২৬ ডিসেম্বর রাতের কথা। একটি বিশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যাপক মোহাম্মদ আব্দুল হাই ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলের রাজস্থানের যোধপুর থেকে ট্রেনে পড়ে রওনা দিয়েছিলেন গুজরাটের শহর সুরাতে। উদ্দেশ্য ছিলো মুসলিম শিক্ষার একটি আয়োজনে অংশগ্রহণ করা। কিন্তু তিনি জানতেন না তার এই সফর তার জীবনই চিরতরে বদলে দিবে। তাকে “সন্ত্রাসী” হিসেবে ১৪ মাস জেলে থাকতে হবে এবং ১৯ বছর ধরে তার বিচার চলবে।

আয়োজনটির আয়োজক ছিলো সর্বভারতীয় সংখ্যালঘু শিক্ষা বোর্ড। যোধপুরের জয় নারায়ন বিশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যাপক আব্দুল হাই ছিলেন এই আয়োজনের একজন সদস্য। তিনদিনের আয়োজনে ভারতের বিভিন্ন অঞ্চলের অন্তত ৪০০ শিক্ষাবিদ, অধিকারকর্মী ও সামাজিক নেতাদের অংশগ্রহণের কথা ছিলো।

২৭ ডিসেম্বর রাত আনুমানিক ১১টার দিকে রাজেশ্রী হলে পুলিশ হানা দেয়। সুরাটের এই হলে আব্দুল হাই এবং আরো ১২০ জন লোক অবস্থান করছিলেন। তাদের সবাইকে পুলিশ বিভিন্ন অভিযোগ গ্রেপ্তার করে। বেআইনি কার্যকলাপ এবং কঠোর সন্ত্রাস বিরোধী আইনে তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং তাদেরকে স্টুডেন্ট ইসলামিক মুভমেন্ট অব ইন্ডিয়া (এসআইএমই)-এর সদস্য হিসেবে মিথ্যাভাবে চিহ্নিত করা হয়। এই সংগঠনটি ভারতে নিষিদ্ধ। সব মিলিয়ে ১২৭ জনকে গ্রেপ্তার করা হয় এবং তাদের সবাই ছিলেন মুসলিম।

এইভাবে গ্রেপ্তার হওয়ার পর প্রায় সবাই জামিন পেয়েছেন ঠিকই; কিন্তু তাদের বিচার চলেছে প্রায় দুই দশক ধরে। গত রোববার ১৯ বছরের বিচার শেষে সবাইকে নিরাপরাধ হিসেবে মুক্তি দেওয়া হয়েছে। এই সুদীর্ঘ বিচার প্রক্রিয়ায় ১২৭ জনের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে।
ভারতীয় কর্তৃপক্ষের দাবি এসআইএমআই ভারতের বিভিন্ন স্থানে বোমাবাজির জন্য দায়ী এবং পাকিস্তানের অস্ত্রধারী কোনো সংগঠনের সাথে তাদের সংযোগ আছে। এই সংগঠনের শত শত সদস্যকে আটক করা হয়েছে। কিন্তু তাদের দাবি তারা শুধুই ভারতীয় মুসলিমদের ইসলামি জীবন ব্যবস্থা শিক্ষা দেওয়ার জন্য কাজ করে।

চলতি মাসের ছয় তারিখে সুরাত কোর্ট এক রায়ে বলেছে যে, অভিযোগকারিরা নির্ভরযোগ্য, অকাট্য ও সন্তোষজনক কোনো প্রমাণ হাজির করতে পারেননি, এমনকি এসআইএমআই-এর সাথে আব্দুল হাই বা অন্য কারো কোনো সংশ্লিষ্টতা প্রমাণ করতে পারেননি। ফলে তাদের বিরুদ্ধে কোনো শাস্তি দেওয়া যাচ্ছে না।

আব্দুল হাই সংবাদ মাধ্যমকে বলেন, “এই মামলা আমার এবং আমাদের সবার জীবনে ও পরিবারে ব্যাপক প্রভাব ফেলেছে। আমাদের অনেকে সরকারি চাকরি হারিয়েছে, অনেকে আর কোনো চাকরিই পাননি জীবনে।”

তিনি আরো বলেন, “২০০১ সালের ২৭ ডিসেম্বর আমি একটি বিশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যাপক ছিলাম। ২০১৫ সালে আমি একই পদ থেকে অবসরে যাই। এই দীর্ঘ সময়ে আমাকে কোনো পদোন্নতি দেওয়া হয়নি। এছাড়া সরকারি চাকুরেরা অবসরের সময় যে ভাতা পায়, আমাকে সেটাও দেওয়া হয়নি।”
আব্দুর হাইয়ের মতো বিড়ম্বনায় পড়তে হয়েছে প্রায় সবাইকেই। যেমন আসিফ ইকবাল গ্রেপ্তার হওয়ার সময় একজন স্বাস্থ্যকর্মী হিসেবে কাজ করতেন। কিন্তু এই মামলার পর তার চাকরি চলে যায়।

তিনি বলেন, “আমি আমার কর্মকর্তাদের বলেছি যে এই মামলার আমার বিরুদ্ধে কোনো দোষ প্রমাণিত হয়নি। সুতরাং আমাকে কাজ করতে দিন। কিন্তু তারা আমার কথা শোনেননি।” চাকরি থেকে বহিস্কার না করলে ২০২৭ সাল পর্যন্ত কাজ করতে পারতেন তিনি।
তিনি আরো বলেন, “এই মামলা আমার জীবন শেষ করে দিয়েছে। আমার ৭৫ বছর বয়সী বাবা এখনো অটো রিকশা চালিয়ে সংসার চালান। আমি কিছুই করতে পারি না। বিষয়টি আমাকে খুবই পীড়া দেয়।” খালাস পাওয়ার পর তিনি তাকে চাকরিতে বহাল করার এবং ক্ষতিপূরণ দেওয়ার দাবি করেছেন।

ভারতে স্পষ্টত মুসলিম বিদ্বেষ
গত কয়েক দশকে কয়েক শত মুসলমান ভারতে ভুয়া অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। বেশির ভাগই পরে আদালতে নির্দোষ প্রমাণিত হয়েছেন। কিন্তু বিচার প্রক্রিয়ায় কেটে গেছে বছরের পর বছর- কখনো কখনো কয়েক দশক।
২০১৮ সালের এক গবেষণায় দেখা গেছে ভারতের বেশির ভাগ মুসলিম দেশটির পুলিশ কর্তৃক বৈষম্যের ভয় পান। গবেষণাটি পরিচালনা করেছে অলাভজনক সংস্থা কমন কজ অ্যান্ড লোকনিটি। গবেষণাটির ফলাফলে বলা হয়েছে, ৪৭ শতাংশ ভারতীয় মুসলিম সন্ত্রাসবাদের মিথ্যা অভিযোগে অভিযুক্ত হওয়ার ভয় পান।

২০১৯ সালে একই প্রতিষ্ঠানের আরো একটি গবেষণায় বলা হয়েছে, ভারতের পুলিশ মুসলমান নাগরিকদের বিরুদ্ধে স্পষ্টত বৈষম্য করে। ভারতীয় পুলিশের অর্ধেক লোকবলই মনে করেন যে, “মুসলমানরা প্রকৃতিগতভাবেই অপরাধপ্রবণ”। সূত্র : আনন্দবাজার



 

Show all comments
  • MD Akkas ১২ মার্চ, ২০২১, ২:১৮ পিএম says : 0
    ভারতীয় মুসলিমদের সাথে যে আচরণ সরকার এবং এদেশের হিন্দু জনগণ আচরণ করে। সেই তুলনায় আমাদের দেশের হিন্দুরা জামাই আদরে আছে। সবশেষে এই ভাইদের জন্য দোয়া করি।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ