নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আয়োজিত আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে ৯ ও ২৪ নং ওয়ার্ড। বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ৯ নং ওয়ার্ড টাইব্রেকারে ৫-৩ গোলে ৩২ নং ওয়ার্ডকে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনালে জায়গা করে নেয়। নির্ধারিত সময়ের খেলা ১-১ ব্যবধানে ড্র ছিল। ম্যাচে দ্বিতীয়ার্ধের ২৬ মিনিটে রায়হানের গোলে এগিয়ে যায় ৩২ নং ওয়ার্ড (১-০)। পিছিয়ে পড়ে গোলের জন্য মরিয়া হয়ে লড়ে ৩২ মিনিটে সমতা আনে ৯ নং ওয়ার্ড।
এসময় মতিঝিলের দলটির পক্ষে বামপ্রান্ত থেকে সরাসরি শটে গোল করেন জুয়েল (১-১)। অমিমাংসিতভাবে খেলা শেষ হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে ৯ নং ওয়ার্ডের সুজন, ফারুক, সোহাগ, তুহিন ও পাপ্পু গোল করেন। ৩২ নং ওয়ার্ডের ইমরান, নিলয় ও রায়হান গোল করলেও ব্যর্থ হন আসিফ। টাইব্রেকারে আসিফের করা প্রথম শট বামদিকে ঝাঁপিয়ে পড়ে ফিরিয়ে দিয়ে ম্যাচ সেরার পুরস্কার পান ৯ নং ওয়ার্ডের গোলরক্ষক পাপ্পু।
একই ভেন্যুতে এদিন বিকালে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে ২৪ নং ওয়ার্ড ২-১ গোলে ৩৩ নং ওয়ার্ডকে হারিয়ে ফাইনালে ওঠে। ১৫ মার্চ বিকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে শিরোপার জন্য পরস্পরের মোকাবেলা করবে ৯ ও ২৪ নং ওয়ার্ড।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।