Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

ভারতে হিন্দুত্ববাদী দলের বাধার মুখে বাতিল হলো বার্ষিক নাট্যোৎসব

ইনকিলাব অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১১ মার্চ, ২০২১, ৭:১৫ পিএম

ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) অন্যতম অঙ্গ সংগঠন ডানপন্থী হিন্দুত্ববাদী সংগঠন বজরং দলের বাধার মুখে ভারতের মধ্যপ্রদেশে অনুষ্ঠিত হতে যাওয়া বার্ষিক নাট্যোৎসব বাতিল করা হলো। ২০১৫ সাল থেকে ভারতীয় গণনাট্য সংঘ ছত্তরপুরে এই উৎসবের আয়োজন করে আসছে। ভারতের বিভিন্ন প্রান্তের নাট্য সংগঠন পাঁচ দিন ব্যাপী এই উৎসব ও কর্মশালায় অংশ গ্রহণ করে থাকে। -দ্য গার্ডিয়ান

এই বছর বজরং দল এই উৎসবকে ‘জাতীয়তাবাদ-বিরোধী ও হিন্দু-বিরোধী বলে প্রচারণা চালায়। বিজং টেন্ডুলকারের লেখা ‘জাত হি পোচে সাধু কি’ ও আরেকটি নতুন নাটক ‘বেশরম জয়তি’কে কেন্দ্র করে বজরং দল এই আপত্তি তুলে আয়োজকদের হুমকি দেয়। জাত হি নাটকে নিম্নজাতের এক তরুণকে দেখা যায় যে সমাজের বিরুদ্ধে গিয়ে মার্স্টাস পাশ করে এবং সরকারী চাকরি পাওয়ার চেষ্টা করে। বজরং দল শাখার প্রধান সুরেন্দ্র শিবারায় বলেন, ‘এই নাটকগুলো ভারতের পতাকা ও ধর্মগুরুদের অবমাননা। তারা ভারতকে বিভক্ত করতে চায়। কেনো হিন্দুদের নিয়েই নাটক বানানো হবে? মুসলিম বা খ্রিস্টানদের নিয়েতো কোনো নাটক হয় না। আমরা এটি হতে দিতে পারি না।’ ২০১৪ সাল থেকে বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই ভারতের সাংস্কৃতিক সংগঠনগুলো হিন্দুত্ববাদী গোষ্ঠিগুলোর চরমপন্থার শিকারে পরিণত হয়েছে।

আয়োজক গোষ্ঠি বলছে, পুলিশ তাদের কোনো সুরক্ষা দিতে অপারগতা প্রকাশ করায় উৎসব শুরুর দুই দিন পূর্বেই এটি বাতিল করতে বাধ্য হয়েছেন তারা। ভারতীয় গণনাট্য সংঘের পরিচালক শ্রীবেন্দ্র শুকলা বলেন, ‘ফেব্রুয়ারির শুরুতে নাট্যেৎসবের পোস্টার লাগানোর পর আমরা বজরং দলের নাম করে বিভিন্ন ফোন পাই। সেখানে আমাদেরকে হিন্দু-বিরোধী, জাতীয়তা-বিরোধী নাটক কেনো করতে যাচ্ছি এটি নিয়ে হুমকি দেয়া হয়। অথচ তারা একবারও চিত্রনাট্য পড়ে দেখেনি। আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে এটি বিদ্রুপাত্মক নাটক। ভারত বা হিন্দুবাদ বিরোধী নয়।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ