Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

মিয়ানমারে সহিংসতার নিন্দা জাতিসংঘের, যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ মার্চ, ২০২১, ১২:৩৬ পিএম

মিয়ানমারে বিক্ষোভকারীদের ওপর সহিংসতার নিন্দা জানিয়ে দেশটিতে ক্ষমতাসীন সেনা সরকারকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। তবে চীন ও রাশিয়ার আপত্তির মুখে দেশটিতে সেনা-অভ্যুত্থানের নিন্দা জানাতে আবারও ব্যর্থ হয়েছে বিশ্ব সংস্থাটি। আজ বৃহস্পতিবার বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানায়।
এর আগে মিয়ানমার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও রাশিয়া ও চীনের আপত্তির মুখে অভ্যুত্থানের নিন্দা জানাতে পারেনি নিরাপত্তা পরিষদ। ঘটনাগুলোকে মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয় মনে করে দেশ দুটি।
গত ১ ফেব্রুয়ারি রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে সু চির সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এই অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশটির সর্বময় ক্ষমতা কুক্ষিগত করেন সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লাইং। গ্রেপ্তার করা হয় স্টেট কাউন্সেলর অং সান সু চি ও প্রেসিডেন্ট উইন মিন্টকে। একাধিক মামলা দেওয়া হয়েছে তাঁদের নামে।
এরপর থেকে জান্তা সরকারের বিরুদ্ধে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে টানা বিক্ষোভ চালিয়ে আসছে মিয়ানমারের জনগণ।
অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স জানিয়েছে, পুলিশ ও সামরিক বাহিনীর হামলায় এখন পর্যন্ত ৬০ জনের বেশি বিক্ষোভকারী নিহত হয়েছেন এবং গ্রেপ্তার হয়েছেন দুই হাজার জন।
এমন পরিস্থিততে বিশ্ব সম্প্রদায়ের ক্রমাগত চাপের মুখে পড়েছে মিয়ানমারের সামরিক জান্তা সরকার। গতকাল যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নিরাপত্তা পরিষদের এক বিবৃতিতে মিয়ানমারে নারী, শিশু ও তরুণেরাসহ শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর সহিংসতার জন্য তীব্র নিন্দা জানানো হয়।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস জানান, নিরাপত্তা পরিষদের এই বিবৃতি মিয়ানমারের সেনাবাহিনীর জন্য ‘অবশ্যই জরুরি’, যাতে সব বন্দী মুক্তি পায় এবং নভেম্বরের সাধারণ নির্বাচনের ফলাফল গ্রহণযোগ্যতা পায়।
এদিকে দেশটির বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল মার্কিন অর্থ মন্ত্রণালয় মিয়ানমারের সামরিক নেতা মিন অং হ্লাইংয়ের দুই সন্তান এবং তাঁদের নিয়ন্ত্রণাধীন ছয়টি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। যুক্তরাষ্ট্রের বিদেশি সম্পদ নিয়ন্ত্রণ অফিসের পরিচালক আন্দ্রিয়া গ্যাকি বলেন, ‘শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের বিরুদ্ধে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর নির্বিচারে সহিংসতা মেনে নেওয়া যায় না।’
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব এক টুইটে জানান, যুক্তরাজ্যও মিয়ানমারের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়ে ভাবছে। সূত্র : রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিয়ানমার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ