মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
চীন ও পাকিস্তানের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ৩০টি অস্ত্রবাহী ড্রোন কেনার পরিকল্পনা করছে ভারত। এর মাধ্যমে তারা সমুদ্র ও স্থল নিরাপত্তা বৃদ্ধি করতে চায়। এ বিষয়ে অবহিত আছেন এমন কর্মকর্তাদের উদ্ধৃত করে এ খবর দিয়েছে ব্লুমবার্গ। সেই খবর প্রকাশ করেছে ভারতের অনলাইন এনডিটিভি। নাম প্রকাশ না করে ওই কর্মকর্তারা বলেছেন, সান ডিয়েগো ভিত্তিক জেনারেল এটমিকের তৈরি ৩০টি এমকিউ-৯বি প্রিডেটর ড্রোন কিনতে ৩০০ কোটি ডলার আগামী মাসে অনুমোদন করবে ভারত। এই চুক্তির ফলে ভারতের সামরিক বাহিনীর সক্ষমতা বৃদ্ধি পাবে। তবে ড্রোন ব্যবহার করা হবে শুধু নজরদারি এবং অনুসন্ধানে। রিপোর্টে আরো উল্লেখ করা হয়েছে, ভারত মহাসাগর এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু এলাকায় প্রভাব বিস্তার করছে চীন। সেই প্রভাবের জবাব দিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত প্রতিরক্ষা অংশীদারিত্ব গড়ে তুলছে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার তার ১০ বছরের ক্ষমতায় সেনাবাহিনীকে আধুনিকায়ন করতে ব্যয় করেছে ২৫,০০০ কোটি ডলার। এ বিষয়ে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং জেনারেল এটমিকসের কোনো মুখপাত্রের জবাব পাওয়া যায়নি। জবাব পাওয়া যায়নি পেন্টাগন থেকেও। তবে স্থানীয় মিডিয়ার খবর অনুযায়ী, এ মাসেই ভারত সফরে আসার কথা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের। অন্যদকে কোয়াডের বৈঠকে প্রথমবারের মতো ভারত, জাপান ও অস্ট্রেলিয়ার সঙ্গে যোগ দেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ব্লুমবার্গ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।