Inqilab Logo

বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

উলিপুরে আগুনে পুড়ে গরু অঙ্গার হয়েছে

উলিপুর (কুড়িগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ মার্চ, ২০২১, ৫:০৩ পিএম

কুড়িগ্রামের উলিপুরে ব্রহ্মপুত্র নদ বিছিন্ন সাহেবের আলগা ইউনিয়নের হকের চরে ভয়াবহ অগ্নিকান্ডে ভোররাতে লক্ষাধিক টাকা মূল্যের ১টি ষাঁড় ও ৩ টি অন্তঃসত্ত্বা গাভী পুড়ে অঙ্গার হয়েছে।

অন্য ১১টি মাঝারি ধরনের ষাঁড়ের সর্বাঙ্গ পুড়ে মারাত্মক আহত অবস্থায় রয়েছে। এদের মধ্যে চারটি গবাদিপশুর অবস্থা আশঙ্কাজনক বলে প্রত্যক্ষদশীরা জানিয়েছে। আহত পশুগুলোর মুখ, চোখসহ শরীরের অধিকাংশ স্থান পুড়ে ক্ষতবিক্ষত হয়েছে। আহত পশুর শরীরের বিভিন্ন স্থান দিয়ে রক্ত নির্গত হতে দেখা গেছে। এছাড়াও ছয়টি ভ্যারার মৃত্যু হয়েছে অগ্নিকান্ডে ।

রাত তিনটার দিকে মশা তারানোর জন্য রাখা কয়েল থেকে আগুনের সূত্র পাত ঘটে বলে গৃহকর্তা আবুল কাশেম জানিয়েছেন।
এ অগ্নিকাণ্ডের ঘটনায় গৃহকর্তার ৯ লাখ টাকার গবাদিপশুসহ প্রায় ১২ লাখ টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অগ্নিকাণ্ড

২৬ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ