মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মিয়ানমারের সামরিক বাহিনীর নির্যাতনে বিভিন্ন সময় ভারতে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করেছে ভারত সরকার।
সে দেশে বসবাসরত প্রায় ১৭০ জন রোহিঙ্গা শরণার্থীকে আটক করা হয়েছে এবং জোর করে তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হবে বলে জানানো হয়েছে। মঙ্গলবার (৯ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।
ভারতে বসবাসকারী প্রায় ৪০ হাজার রোহিঙ্গা শরণার্থীর বিরুদ্ধে ধরপাকড়ের অংশ হিসেবে জম্মুতে গত এক সপ্তাহ ধরে ব্যাপক আটক অভিযান শুরু হয়।
এদিকে, আটক এসব শরণার্থীদের অনেকের হাতে জাতিসংঘের শরণার্থী সংস্থার দেওয়া পরিচয়পত্র দেখা গেছে।
গত শনিবার অভিযান চলাকালে উপযুক্ত পরিচয়পত্র নেই, এই অভিযোগে জম্মুর পাশের ক্যাম্প থেকে প্রায় কয়েকশত রোহিঙ্গা নারী-পুরুষ এবং শিশুদের আটক করে পুলিশ। ওই এলাকায় প্রায় ৫ হাজার রোহিঙ্গার বসবাস।
আটকৃত সেসব রোহিঙ্গা শরণার্থীদের বাসে করে হীরানগরের বন্দী শিবিরে নেওয়া হয়েছে এবং মিয়ানমারে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।