Inqilab Logo

সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১, ০১ মুহাররম ১৪৪৬ হিজরী

মুক্তির অপেক্ষায় অর্ধ ডজন সিনেমা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৯ মার্চ, ২০২১, ১২:২৩ পিএম

তবে চলতি মাসে একাধিক বড় বাজেটের চলচ্চিত্র মুক্তির খবরে চাঙ্গা হয়ে উঠছে দেশের চলচ্চিত্রাঙ্গন। এ মাসে ছয়টি ছবি মুক্তি পাচ্ছে। এগুলো হলো- ‘তুমি আছো তুমি নেই’, ‘স্ম্ফুলিঙ্গ’, ‘অলাতচক্র’, ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’, ‘প্রিয় কমলা’ ও ‘গন্তব্য’। ছবিগুলো এরই মধ্যে সেন্সর ছাড়পত্রও পেয়েছে।

১২ মার্চ মুক্তি পাচ্ছে দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘তুমি আছো তুমি নেই’। এই ছবির মাধ্যমে প্রথমবার নায়িকা হিসেবে অভিষেক হচ্ছে দীঘির। এতে তার বিপরীতে আছেন আসিফ ইমরোজ। ছবির জন্য এরই মধ্যে ৩৪টি প্রেক্ষাগৃহ বুকিং হয়েছে বলে জানিয়েছেন প্রযোজক সিমি।

একই দিনে মুক্তি পাচ্ছে শামীম আহমেদ পরিচালিত ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ ছবিটি। সোমবার দুপুরে ছবিটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। ছবিটিতে অভিনয় করেছেন দীঘি, শান্ত খান, জয়ন্ত চট্টোপাধ্যায় প্রমুখ।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে ১৯ মার্চ তিনটি ছবি মুক্তি পাচ্ছে বলে জানা গেছে। এগুলো হলো- ‘স্ম্ফুলিঙ্গ’, ‘অলাতচক্র’ ও ‘গন্তব্য’।

তৌকীর আহমেদের ‘স্ম্ফুলিঙ্গ’ ছবিতে দেখানো হয়েছে মুক্তিযুদ্ধের অগ্নিঝরা দিন ও বর্তমান তারুণ্যের মেলবন্ধন। এতে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, পরীমনি, রওনক হাসান, শ্যামল মাওলা, আবুল হায়াত, মামুনুর রশীদ, শহীদুল আলম সাচ্চু প্রমুখ। স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশনের প্রযোজনায় ছবির সংগীত পরিচালনা করেছেন পিন্টু ঘোষ।

আহমদ ছফার উপন্যাস অবলম্বনে নির্মিত ‘অলাতচক্র’ বাংলাদেশ সরকারের অনুদানে নির্মিত। এটি দেশের প্রথম থ্রিডিতে নির্মিত ছবি। হাবিবুর রহমানের পরিচালনায় ছবিতে অভিনয় করেছেন জয়া আহসান, আহমেদ রুবেল, আজাদ আবুল কালাম প্রমুখ।

বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে ‘গন্তব্য’। অরণ্য পলাশের পরিচালনায় এতে অভিনয় করেছেন ফেরদৌস, আইরিন, এলিনা শাম্মী, আমান রেজা, আফফান মিতুল, মাসুম আজিজ, জয়ন্ত চট্টোপাধ্যায়, কাজী রাজু, কাজী শিলা প্রমুখ। সিনেমাটির প্রযোজক আনোয়ার আজাদ জানান, ১৭ মার্চ ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার হবে ‘গন্তব্য’, তারপর ১৯ মার্চ হলে মুক্তি।

এছাড়া ২৬ মার্চ মুক্তি পাবে ইমপ্রেস টেলিফিল্মের নতুন ছবি ‘প্রিয় কমলা’। ছবিটির কাহিনি, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনা করেছেন শাহরিয়ার নাজিম জয়। মুক্তিযুদ্ধের গল্পে নির্মিত এ ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন অপু বিশ্বাস ও বাপ্পী চৌধুরী। ‘প্রিয় কমলা’ ছবিতে আরও অভিনয় করেছেন সোহেল খান, সেহাঙ্গল বিপ্লব, আজান, মালা প্রমুখ। এটি শুধু সিনেপ্লেক্সে মুক্তি পাবে।

এখন দেখার অপেক্ষা, অগ্নিঝরা মার্চ মাসে হাফ ডজন ছবি হলে কতটা দর্শক টানতে পারে!



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢালিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ