Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আশরাফুল দ্যুতিতে চ্যাম্পিয়ন বাচ্চু তালুকদার স্মৃতি সংসদ

পটুয়াখালী জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৯ মার্চ, ২০২১, ১২:০০ এএম

ঢাকা ক্রিকেট একাডেমিকে ২৮ রানে হারিয়ে পটুয়াখালী মেয়র কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে জাহিদ হোসেন বাচ্চু তালুকদার স্মৃতি সংসদ। গতকাল সকালে আবুল কাশেম স্টেডিয়ামের ফাইনালে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ২ উইকেট হারিয়ে ১৭২ রান তোলে তালুকদার স্মৃতি সংসদ। দলের হয়ে মাঠ মাতান জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। ৫৫ বলে আশরাফুল খেলেন অপরাজিত ৬০ রানের ইনিংস। তার সঙ্গে ঝড়ো ফিফটি তুলে নেন নুরুজ্জামান। তিনিও অপরাজিত থাকেন ৩২ বলে ৬০ রান করে। জবাবে ১৯.৫ ওভারে সবকটি উইকেটে হারিয়ে ১৪৪ রানে থামে ঢাকা ক্রিকেট একাডেমি। ম্যাচ সেরা হন বিজয়ী দলের নুরুজ্জামান। আসর সেরার পুরস্কার ওঠে টুর্নামেন্টের অপর দল প্রজন্ম আহসান হাবিব খানের তাহসিনের হাতে। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন সংরক্ষিত মহিলা আসনের সাংসদ কাজী কানিজ সুলতানা হেলেন। এসময় উপস্থিত ছিলেন টুর্নামেন্টের আয়োজক পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ, পটুয়াখালী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম সরোয়ার, টুর্নামেন্ট কমিটির আহবায়ক অ্যাডভোকেট কাজল বরণ দাস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ