নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
চলতি মাসের শেষ দিকে মাঠে গড়াতে যাচ্ছে মহিলা ফুটবল লিগ ২০২০-২১। অংশ নেবে ১০টি দল। গতবারের তুলনায় এবারের লিগে তিনটি দল বেশি অংশ নিচ্ছে। লিগ উপলক্ষে আগামী ১০ মার্চ শুরু হবে দলবদল। শেষ হবে ২০ মার্চ। খেলা শুরু ২৭ মার্চ। ভেন্যু এখনও চূড়ান্ত করেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাংলাদেশ আর্মি স্টেডিয়াম ও কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামকে সম্ভাব্য ভেন্যু হিসেবে রাখার কথা গতপরশু জানিয়েছেন বাফুফের উইমেন্স উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ।
এবারের আসরে অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে বসুন্ধরা কিংস, নাসরিন একাডেমি, শেখ রাসেল ক্রীড়া চক্র, কাচাড়ী পাড়া একাদশ, কুমিল্লা ইউনাইটেড, আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাব, সদ্যপুস্করিণী যুব স্পোর্টিং ক্লাব, এফসি ব্রাহ্মণবাড়িয়া, কাঁচিঝুলি স্পোর্টিং ও বাফুফে অনূর্ধ্ব-১৭। তবে গতবার অংশ নেওয়া সাত দলের মধ্যে এবার লিগে নেই এফসি উত্তর বঙ্গ, বেগম আনোয়ারা স্পোর্টিং ক্লাব ও স্পার্তান এমকে গ্যালাক্টিকো সিলেট এফসি। সেবার চ্যাম্পিয়ন হয়েছিল বসুন্ধরা কিংস আর রানার্সআপ নাসরিন একাডেমি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।