Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

সউদী আরবে ক্ষেপণাস্ত্র হামলার জের, ১৪ মাসে তেলের দাম রেকর্ড বৃদ্ধি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ মার্চ, ২০২১, ২:৫৪ পিএম

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এখন প্রতি ব্যারেল ৭০ ডলার, যা গত ১৪ মাসে সর্বোচ্চ। এই মূল্যবৃদ্ধির অন্যতম কারণ সউদী আরবের তেলের স্থাপনায় ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্ষেপাণাস্ত্র হামলা।
হুতি বিদ্রোহীরা ড্রোন দিয়ে হামলা চালানোর চেষ্টা করেছিল সউদী আরবের ‘আরামকো’ তেল খনির ওপর। দেশটির সেনাবাহিনী সেই ড্রোনটিকে ঘায়েল করলেও লক্ষচ্যুত ক্ষেপণাস্ত্র গিয়ে পড়ে আরামকো কর্মীদের আবাসন এলাকার পাশে। যেখানে হাজার হাজার কর্মী সপরিবারে বাস করে। বৈশ্বিক তেল সরবরাহের নিরাপত্তা এবং স্থিতিশীলতা নষ্ট করার লক্ষ্যেই এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে সউদী।
সউদী জ্বালানী মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, রাস তানুরায় দেশটির প্রধান তেল স্থাপনায় ড্রোন হামলা চালানো হলেও সেখানে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। ওই তেল স্থাপনায় তেল পরিশোধন করা হয় এবং এটি বিশ্বের বৃহত্তম তেল স্থাপনা।
অপরদিকে এই হামলার পর সউদী আরবে অবস্থানরত মার্কিন দূতাবাস সেখানে অবস্থিত মার্কিন নাগরিকদের ধাহরাম, দাম্মাম এবং সউদীর পূর্বাঞ্চলীয় প্রদেশ খোবারে সম্ভাব্য বিস্ফোরণ ও হামলা সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।
হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইরত সউদী জোটের মুখপাত্র জানিয়েছেন, দেশটির তেল স্থাপনায় হুথিদের হামলার বিরুদ্ধে নিজেদের সুরক্ষার জন্য এবং জ্বালানী সরবরাহের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিতের জন্য তারা প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে। সূত্র : আল জাজিরা



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তেল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ