Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্মকর্তাদের বাঁশ দিয়ে পেটান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ মার্চ, ২০২১, ১২:০১ এএম

ভারতে কোন সরকারি কর্মকর্তা জনগণের কথা না শোনে, তাহলে তাকে বাঁশ দিয়ে পেটাতে বললেন বিজেপির কেন্দ্রীয় পশুপালন ও মৎস মন্ত্রী গিরিরাজ সিং। শনিবার ভারতের বিহারের বেগুসরায় এলাকায় একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এ মন্তব্য করেন গিরিরাজ সিং। মঞ্চের সামনে সরকারি কর্মকর্তাদের উপস্থিতিত থাকা অবস্থায় একজন মানুষ মন্ত্রীকে বলেন- স্থানীয় এক উচ্চপদস্থ কর্মকর্তা উল্টাপাল্টা কর্মকান্ড চালান কিন্তু কাজ করেন না। মন্ত্রী এ কথা শুনে বলেন, কোন সরকারি কর্মকর্তা কথা না শুনলে সঙ্গে সঙ্গে তাকে বাঁশ দিয়ে পেটানো দরকার। এ ধরনের ছোট ছোট বিষয় আমাকে জানানোর দরকার নেই-এটা আপনাদের অধিকার। যদি আপনাদের অধিকার কেউ ছিনিয়ে নেয় সেক্ষেত্রে গিরিরাজ সিং সব সময় আপনাদের পাশে থাকবে। তিনি আরও বলেন, ডিএম, এসডিসি, এমপি-সব আপনাদের অধীন। আপনারা আমাকে এমপি বানিয়েছেন। আপনারা মনোবল মজবুত রাখুন। আমি কোনো সরকারি কর্মকর্তাকে অবৈধ কোনো কাজ করতে বলি না এবং একই সঙ্গে কোনো কর্মকর্তার অন্যায় কর্মকান্ডও বরদাশত করি না বলেও জানান তিনি। এবিপি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ