Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাফুফের টার্ফ পরিদর্শনে দক্ষিণের মেয়র তাপস

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৫ মার্চ, ২০২১, ৯:০৪ পিএম

মতিঝিলস্থ বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবন সংলগ্ন আর্টিফিশিয়াল টার্ফ পরিদর্শন করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। শুক্রবার দুপুরে টার্ফ পরিদর্শনের সময় তার সঙ্গে ছিলেন বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ, দক্ষিণ সিটি কর্পোরেশনের ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মো. মোজাম্মেল হক, বিশিষ্ট ক্রীড়া সংগঠক হাজী আব্দুল কাদের, এজাজ মো. জাহাঙ্গির এবং স্থানীয় আওয়ামী ও যুবলীগের নেতৃবৃন্দ।

টার্ফ পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন দক্ষিণের মেয়র তাপস। এক প্রশ্নের জবাবে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন,‘রাজধানী ঢাকার বিভিন্ন ওয়ার্ডে যে সব মাঠ পরিত্যক্ত অবস্থায় আছে বা যে মাঠগুলো অবৈধ দখলে আছে, সেসব দ্রুত উদ্ধার করে খেলার মাঠের জন্য বরাদ্দ দেয় হবে। এতে ঢাকা শহরের তরুণ সমাজ আবারও মাঠমুখী হবে। এরই মধ্যে বিভিন্ন ওয়ার্ডের কিছু কিছু মাঠ উদ্ধার করা হয়েছে। বাকিগুলো উদ্ধারের কার্যক্রম চলছে।’

এ সময় মেয়রকে বাফুফে ভবন সংলগ্ন আর্টিফিশিয়াল টার্ফের দাম, গুণগত মান, এর রক্ষণাবেক্ষণ, টার্ফ ব্যবহারে খেলোয়াড়দের বিভিন্ন সুযোগ-সুবিধা এবং বাফুফে ভবনে খেলোয়াড়দের জন্য নির্মাণাধীন অত্যাধুনিক জিমের ব্যবহার সংক্রান্ত নানান বিষয় অবহিত করেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। এছাড়া ফকিরেরপুল-আরামবাগসহ ৯ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকার খেলাধুলা ও নাগরিক সুবিধা নিয়ে মেয়রের সঙ্গে কথা বলেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মোজাম্মেল হক।

দক্ষিণের মেয়রের বাফুফে টার্ফ পরির্দশন প্রসঙ্গে আবু নাইম সোহাগ সাংবাদিকদের বলেন, ‘মেয়র আমাদের আর্টিফিশিয়াল টার্ফ পরিদর্শন করে এর নানা দিক নিয়ে কথা বলেছেন। তিনি ফুটবলের বিভিন্ন কর্মকান্ড সম্পর্কেও অবহিত হয়েছেন।’

ওয়ার্ড কাউন্সিলর মো. মোজাম্মেল হক বলেন,‘ফকিরেরপুল-আরামবাগবাসীদের দীর্ঘদিনের চাওয়া একটি কমিউনিটি সেন্টারসহ খেলার মাঠ ও নাগরিক বিভিন্ন সুবিধা নিয়ে আমরা মেয়রের সঙ্গে কথা বলেছি। তিনি আমাদের কথা মনযোগ দিয়ে শুনেছেন এবং সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ