মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
নেপালের পুলিশের গুলিতে মৃত্যু হল ভারতীয় যুবকের। বৃহস্পতিবার উত্তরপ্রদেশের পিলভিট জেলায় সীমান্তে গুলি চালানোর খবর মিলেছে। এক বিবৃতিতে উত্তরপ্রদেশ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নেপাল পুলিশের সঙ্গে বচসার জেরে গুলি চালানোর ঘটনা ঘটে।
জানা যাচ্ছে, নিহত যুবকের নাম গোবিন্দ। বৃহস্পতিবার ২৬ বছর বয়সী ওই যুবক আরও দুই যুবকের সঙ্গে নেপাল গিয়েছিলেন। কিন্তু, কী কারণে নেপালে পুলিশের সঙ্গে তাঁদের বচসা বাধে, তা এখনও স্পষ্ট নয়। অন্য দুই যুবক পাপ্পু সিং ও গুরমিত সিং বলে জানা গেছে।
পিলভিটের পুলিশ প্রধান জয় প্রকাশ এক বিবৃতিতে জানিয়েছেন, এসএসবি’র মাধ্যমে খবর পাই যে, তিন ভারতীয় নাগরিক নেপাল গিয়েছেন এবং সেখানে কিছু ইস্যুতে পুলিশের সঙ্গে তাঁদের বচসা বাধে। নেপাল পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে এক যুবকের। আরেক যুবক কোনওরকমে পালিয়ে এসেছেন। আরেক জন যুবকের হদিশ মেলেনি এখনও। যে যুবক ভারতে ফিরেছেন, তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। তবে সীমান্তে কোনও আইনশৃঙ্খলার ইস্যু নেই।
উল্লেখ্য, গত বছরও নেপাল পুলিশের গুলিতে মৃত্যু হয়েছেল এক ভারতীয়র। গত ১২ জুন ভারত-নেপাল সীমান্তে বিহারের সীতামারিতে নেপাল পুলিশের গুলিতে এক ভারতীয় কৃষক প্রাণ হারান। আহত হয়েছিলেন আরও ২ জন ভারতীয় নাগরিক। সীমান্তের কাছে খামারে যখন তারা কাজ করছিলেন তখন সীমান্তের ওপার থেকে গুলি চালানো হয়েছিল বলে স্থানীয়রা জানিয়েছিলেন। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান বিকেশ রাই (২৫) নামে এক যুবক। জখম অবস্থায় উমেশ রাম ও উদয় ঠাকুর নামে আরও দুজনকে হাসপাতালে ভর্তি করতে হয়। অভিযোগ, সে দিন মোট ১৭ রাউন্ড গুলি চালানো হয়েছিল নেপালের দিক থেকে। এই ঘটনার এক মাসের মধ্যে কিষাণগঞ্জে ভারত-নেপাল সীমান্তে ভারতীয়দের উপরে নেপাল পুলিশের গুলি চালানোর ঘটনা ঘটে বলে জানা যায়। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।