Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সোনার রেজারে দাড়ি কাটার সুযোগ!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ মার্চ, ২০২১, ৫:০৮ পিএম

সোনার পালঙ্কে ঘুমোনোর সখ পুরন না হলেও সোনার রেজারে দাড়ি কামানোর সখ অন্তত মেটানো যাবে। ভারতের পুণেতে এক সেলুন মালিক অভিনাশ বরুণদিয়া এমনই প্রস্তাব দিচ্ছেন। এর জন্য খরচ হবে মাত্র ১০০ রুপি।

ভাবনাটা তখুনি মাথায় আসে যখন মহামারি নিয়ন্ত্রণে লকডাউন চলার সময় অভিনাশের ব্যবসা একেবারেই মন্দা। মানুষ একেবারেই সেলুনে আসেন না। এই বেহাল দশা থেকে সেলুনের হাল ফেরাতে কী করা যায় তাই নিয়ে ভাবতে থাকেন অভিনাশ। আচমকাই মাথায় বুদ্ধি আসে এবং ৪ লাখ রুপি খরচ করে বানিয়ে ফেলেন সোনার রেজার। নতুন করে সাজিয়ে তোলেন নিজের সেলুন। স্থানীয় বিধায়ককে দিয়ে ঘটা করে উদ্বোধন করান সেলুনের। মুহূর্তে ছড়িয়ে যায় খবর।

সোনার রেজারে দাড়ি কাটার সুখ এবং রাজকীয় অনুভুতি নিতে অনেকেই আগ্রহ দেখান। লকডাউনে থমকে পড়া সেলুন ব্যবসার আর্থিক গ্রাফ এখন তরতরিয়ে উপরের দিকে চড়ছে। প্রতিদিন নতুন নতুন গ্রাহক যাচ্ছেন সোনার রেজারে দাড়ি কামাতে। অভিনাশ জানিয়েছেন, মোট ৮০ গ্রাম সোনা লেগেছে রেজারটি বানাতে, যার জন্য খরচ করতে হয়েছে ৪ লাখ রুপি। তিনি আসলে চাইছিলেন সাধারণ মানুষদের একটু স্পেশাল ফিল করাতে। এর জন্য খরচও খুব একটা বেশি নয়। মাত্র ১০০ রুপি খরচে পুণের সেই সেলুনে আপনি রাজকীয় ভাবে কামাতে পারেন নিজের গোঁফ দাড়ি। সূত্র: আউটলুক ইন্ডিয়া।



 

Show all comments
  • Jack+Ali ৫ মার্চ, ২০২১, ৫:৩১ পিএম says : 0
    Know O'Muslm shaving beard is absolutely... Harram;;;;;; To those who feel the issue is trivial to worry about, may ALLAH guide him. But to those who genuinely wish to learn and practice what is right, here are sufficient proofs from the Qur'an, Ahadeeth, and learned scholars. Concerning Adherence to the Sunnah in the Holy Qur'an: "O ye who believe! Obey Allah, and obey the Messenger, and those charged with authority among you." (Quran 4:59) "O ye who believe! Obey Allah and His Messenger, and turn not away from him when ye hear (him speak)." (Quran 8:20) "O ye who believe! Give your response to Allah and His Messenger, when He calleth you to that which will give you life; and know that Allah cometh in between a man and his heart, and that it is He to Whom ye shall (all) be gathered."(Quran 8:24) "Ye have indeed in the Messenger of Allah an excellent exemplar for him who hopes in Allah and the Final Day, and who remembers Allah." (Quran 33:21) "What Allah has bestowed on His Messenger (and taken away) from the people of the townships,- belongs to Allah,- to His Messenger and to kindred and orphans, the needy and the wayfarer; in order that it may not (merely) make a circuit between the wealthy among you. So take what the Messenger gives you, and refrain from what he prohibits you. And fear Allah: for Allah is strict in Punishment." (Quran 59:7) Importance of the Beard in the words of Rasulullah (Sallallahu Alayhi Wasallam): (1) Rasulullah (Sallallahu Alayhi Wasallam) said "I have no connection with one who shaves, shouts and tears his clothing e.g. in grief or affication." - Reported by Abu Darda (R.A.) in Muslim, Hadith no. 501 (2) The teachings of Hadhrat Ammar Bin Yaasir, Abdullah Ibn Umar, Sayyidina Umar, Abu Hurairah and Jaabir (R.A.), indicate that ALL used to keep beards that were one fist length or more. Hadhrat Jaabir (R.A.) had said: "We used to grow long beards and only during Hajj and Umrah did we trim them to the required length (i.e. fist length)." (3) Hadhrat Abdullah Ibn Umar (R.A.) relates that: "He who imitates the kuffar (non-believers) and dies in that state, he will be raised up with them on the Day of Qiyamat (Judgment)." (4) Rasulullah (Sallallahu Alayhi Wasallam) says: "Trim closely the moustache, and let the beard flow (Grow)." - Narrated Ibn Umar (R.A.) in Muslim, Hadiith no. 498 (5) "Rasulullah (Sallallahu Alayhi Wasallam) ordered us to trim the moustache closely and spare the beard" says Ibn Umar. - Muslim, Hadith no. 449 (6) Rasulullah (Sallallahu Alayhi Wasallam)said: "Act against contrary to the polytheists, trim closely the moustache and grow the beard." - Reported by Ibn Umar (R.A.) in Muslim, HHadith no. 500 (7) Rasulullah (Sallallahu Alayhi Wasallam) said "Trim closely the moustache and grow the beard." - Reported by Abu Hurairah (R.A.) in Musliim, Hadith no. 501 (8) Rasulullah (Sallallahu Alayhi Wasallam) said: "Anyone who shaves has no claim to the mercy of Allah" - Reported by Ibn Abbas (R.A.) in Tibrabi< (9) Hadhrat Abdullah Ibn Umar (R.A.) used to cut that portion (which exceeds the grip of the hand) of the beard. - Tirmidhi The Beard according to the Great Imams of Jurisprudence Hanafi Imam Muhammed (R.A.) writes in his book "Kitabul Aathaar" where he relates from Imam Abu Hanifa (R.A.) who relates from Hadhrat Haytham (R.A.) who relates from Ibn Umar (R.A.) that he (Ibn Umar) used to hold his beard in his hand and cut off which was longer. Imam Muhammed (R.A.) says that this is what we follow and this was the decision of Imam Abu Hanifa. Therefore, according to Hanafies, to shorten the beard less than a FIST LENGTH is HARAAM and on this is IJMA (concensus of opinion).
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ