মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতীয় মুসলিমদের কাছে ধর্মের চেয়ে দেশই বড় বলে মন্তব্য করেছেন দেশটির অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনের (এআইইও) প্রধান ইমাম ড. ওমর আহমেদ ইলিয়াসী। ভারতীয় গণমাধ্যম নিউজ১৮তে প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। একইসঙ্গে ভারতে মুসলিমের নিরাপত্তা ও ধর্ম পালনের স্বাধীনতা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। করোনা ভ্যাকসিন নিয়ে ভারতে ছড়িয়ে পড়া গুজব প্রসঙ্গে ড. ইলিয়াসী বলেন, যারা সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়াতে চান তারা ছড়াবেনই। আমাদের এই ধরণের গুজবে কান দেয়া বা ভয় পাওয়া উচিত নয়। -নিউজ ১৮
ভারত ভ্যাকসিন তৈরি করায় আমরা গর্বিত। আপনার মনে থাকার কথা, পোলিও ফোঁটা নিয়ে আমাকে খুব কঠোর পরিশ্রম করতে হয়েছিল। আমি আজ থেকে ২০ বছর আগের কথা বলছি। যখন পোলিও টিকা প্রদান শুরু হয়েছিল তখন কিছু লোক জনগণকে বিভ্রান্ত করেছিল এই টিকা খাবেন না। তেমনিভাবে চিকেনপক্সের সময়ও কিছু লোক গুজব ছড়িয়েছিল। ভারতে মুসলিমদের নিরাপত্তা প্রসঙ্গে দেশটির এই মুসলিম নেতা বলেন, আমি চীনকে দেখিয়ে একটা উদাহরণ দিচ্ছি। ইবাদতের স্বাধীনতা চীনের মুসলমানদের নেই। তারা টুপি পরতে পারে না এবং দাড়ি রাখতে পারে না। তারা রমজানে রোজাও রাখতে পারে না। এরপরেও আমাদের প্রতিবেশী দেশ নিজের শ্রেষ্ঠত্ব নিয়ে গর্বিত।
তিনি বলেন, ভারতে সব ধর্মের মানুষকে সম্মান করা হয়। এমন আর কোনো দেশ কেউ দেখাতে পারবে? তিনি বলেন, আমাদের পরিচয় আমরা ভারতীয়। ধর্ম আলাদা হতে পারে, বর্ণ আলাদা হতে পারে, ধর্মীয় ঐতিহ্য আলাদা হতে পারে এবং উপাসনার পদ্ধতিও আলাদা হতে পারে। তবে আমাদের কাছে সর্বশ্রেষ্ঠ ধর্ম হল ইসলাম ও মানবতা। ভারতকে নিয়ে তিনি গর্বিত উল্লেখ করে বলেন, এখন পর্যন্ত ভারত কোনো দেশকে আক্রমণ করেনি। কোনো দেশের অংশ দখলও করেনি। এটাই ভারতের সম্মান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।