মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সামরিক জান্তা সরকারের বন্দুকের নল দমিয়ে রাখতে পারছে না মিয়ানমারের বিক্ষাভকারীদের। সেখানে মৃত্যু উপত্যকায় চলছে রঙিন মিছিল। বৃহস্পতিবারও দেশটির প্রধানতম শহর ইয়াঙ্গুনে বড় ধরনের বিক্ষোভ হয়েছে। বিক্ষোভ হয়েছে মান্দালয়তেও। বুধবার নিরাপত্তা বাহিনীর গুলিতে দেশটির ৩৮ জন মারা যান। -দ্য ইরাবতি, বিবিসি
সব মিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮। এরপরেও দমন করা যাচ্ছে না বিক্ষোভ। সামরিক অভ্যুত্থান এবং বিক্ষোভ দমন করার উদ্দেশ্যে মিয়ানমার সরকারের নেয়া সহিংস পদক্ষেপের বিশ্বজুড়ে সমালোচনা হলেও মিয়ানমারের সেনাবাহিনী এখন পর্যন্ত সব ধরণের সমালোচনা উপেক্ষা করেছে। তবে এবার বড় ধরনের পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে পশ্চিমা দেশগুলো।
ইয়াঙ্গুনের বিক্ষোভকারীরা বলছেন, তারা বন্দুক ভয় পেতেন। কিন্তু নিরাপত্তা বাহিনীর গুলির গর্জন সে ভয় কাটিয়ে দিয়েছে। তারা এখন নতুন উদ্যমে আন্দোলন শুরুর প্রস্তুতি নিচ্ছেন। কয়েকজন বিক্ষোভকারী এও বলছেন, আশিয়ান আর চীনের আচরণে তারা মর্মাহত। এই সরকারকে দমন করতে চাইলে সাধারণ নিষেধাজ্ঞায় কাজ হবে না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।