Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে মানববন্ধন ভারতে

বাবার নারকীয় নির্যাতনের শিকার ষষ্ঠ শ্রেণির ছাত্রী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ মার্চ, ২০২১, ১২:০৫ এএম

 নাবালিকা মেয়েকে এক বছরেরও বেশি সময় ধরে ধর্ষণ করছিলেন বাবা। এরপর পুলিশের দ্বারস্থ হন মা এবং মেয়ে। তাদের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ভারতের মধ্যপ্রদেশের ভোপালে এই ঘটনা ঘটেছে। নির্যাতিতা মেয়েটি ষষ্ঠ শ্রেণির ছাত্রী। ওই নাবালিকা জানিয়েছে, এক বছর আগে যখন তার মা বাড়িতে ছিলেন না, তখন প্রথমবার বাবার ধর্ষণের শিকার হয় সে। তখন তার ভাইও বাড়িতে ছিল বলে জানিয়েছে নির্যাতিতা। দাদী মারা যাওয়ার পর দাদার বাড়িতে থাকতে শুরু করে ওই নাবালিকা। গত ২৮ ফেব্রæয়ারি মাতাল অবস্থায় সেখানে উপস্থিত হন অভিযুক্ত। সেখানে ফের ধর্ষণ করেন নিজের মেয়েকে। এরপরই মাকে পুরো ঘটনার কথা জানায় নির্যতিতা। তখন ওই নারী নিজের স্বামীর এই কাজের প্রতিবাদ করেন। তখন অভিযুক্ত ব্যক্তি মা-মেয়ে দুজনকেই মারধর করেন। ইন্ডিয়া টুডে জানায়, এরপরই জাহাঙ্গীরাবাদ থানায় অভিযোগ দায়ের করেন তারা। অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। মেডিকেল পরীক্ষায় ধর্ষণের প্রমাণ মিলেছে বলে জানিয়েছে পুলিশ। এএফপির খবরে বলা হয়, ধর্ষণ নিয়ে বিতর্কিত মন্তব্যে করায় ভারতের প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদের পদত্যাগের দাবি করা হয়েছে। আর এ দাবি বাস্তবায়নে পাঁচ হাজারের বেশি মানুষ একটি উন্মুক্ত আবেদনে সই করেছেন। স¤প্রতি একটি ধর্ষণ মামলার শুনানিতে প্রধান বিচারপতি অভিযুক্ত ব্যক্তির প্রতি ধর্ষণের শিকার স্কুলছাত্রীকে বিয়ে করার পরামর্শ দেন। তিনি ধর্ষককে বলেন যদি বিয়ে কর, তাহলে আমরা তোমাকে সহায়তা করতে পারি। আর যদি তা না কর, তাহলে তুমি চাকরি হারাবে এবং তোমাকে জেলে যেতে হবে। অরবিন্দ বোবদের এই মন্তব্য ভারতজুড়ে ব্যাপকভাবে সমালোচিত হয়। নারী ও মানবাধিকারকর্মীরা প্রতিবাদে ফেটে পড়ে। পরে প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে একটি আবেদন উন্মুক্ত করা হয়। মঙ্গলবার পর্যন্ত এ আবেদনে ৫ হাজার ২০০ জন সই করেছেন। আবেদনে বলা হয়েছে, এমন বিয়ে ধর্ষণের শিকার নারীকে সব সময় চাপের মধ্যে রাখতে পারে। চাপ থেকে সে আত্মহত্যার পথ বেছে নিতে পারে। এমন আশঙ্কার মুখে প্রধান বিচারপতির মতো দায়িত্বশীল পদে থেকে এ ধরনের মন্তব্য করা কিংবা উদ্যোগ নেওয়া সমীচীন নয়। এটা কোনো সমাধান হতে পারে না। ইন্ডিয়া টুডে, এএফপি।

 

 



 

Show all comments
  • Mohammed+Nazrul+Islam+Khan ৫ মার্চ, ২০২১, ৭:৪৪ এএম says : 0
    ভারতের প্রধান বিচারপতি শরদ অরবিন্দ should be hanged.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ