Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খাদ্য বিষক্রিয়ায় পায়রা বন্দরের ৫ নির্মাণ শ্রমিক হাসপাতালে

কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ মার্চ, ২০২১, ৬:৪১ পিএম

পায়রা সমুদ্র বন্দরের নির্মাণাধীন জেটিতে কর্মরত পাঁচ নির্মাণ শ্রমিক খাদ্য বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েছে। বৃহস্পতিবার দুপুরে অন্যান্য শ্রমিকরা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এরা হলো আবদুর রহমান (৩০), মো.আশিক (২২), সবুজ (১৮), রেজাউল (২৭) ও মো.ইমন (১৮)।

চিকিৎসাধীন অবস্থায় এরা বার বার বমি করছিল। খাদ্যে বিষক্রিয়া কারণে তারা অসুস্থ হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি দেয়া হয়েছে। তবে তারা এখন অনেকটা আশঙ্কামুক্ত অবস্থায় রয়েছে বলে হাসপাতালের জরুরি বিভাগের সূত্রে জানা গেছে।

অসুস্থ শ্রমিকরা জানান, বুধবার কাজ শেষে রাতের খাবার খেয়ে তারা বিছানায় ঘুমাতে গেলে কিছু সময় পর বমি ও পাতলা পায়খানা শুরু হয়। এতে তারা অসুস্থ হয়ে পড়লে অন্য শ্রমিকরা তাদের হাসপাতালে নিয়ে আসেন



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পটুয়াখালী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ