Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শুধুমাত্র উচ্চশিক্ষিতদের জন্যই টুইট করেন কঙ্গনা!

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১ মার্চ, ২০২১, ১১:৫৩ এএম
ফের বিস্ফোরক মন্তব্য কঙ্গনার। সাম্প্রতিক টুইটে জানালেন, তার কথা বোঝার ক্ষমতা নেই 'অশিক্ষিত'দের। তার প্রতিটা কথা একমাত্র উচ্চশিক্ষিতরাই বুঝতে পারেন। অর্থাৎ যারাই কঙ্গনার বিরোধিতা করবেন, তাঁরা কেউ লেখাপড়া করেননি বলেই ধারণা অভিনেত্রীর। 
 
আসলে এক নামকরা ভারতীয় সাংবাদিক কয়দিন আগেই কঙ্গনাকে নিয়ে টুইট করেছিলেন, "অভিনেত্রী একেবারেই নির্বোধ। কখন কী বলেন, তার মাথামুণ্ডু কিছুই নেই। না জেনেই সবসময় মন্তব্য করেন তিনি।" এই টুইটটিই রিটুইট করে কঙ্গনা এই কথাগুলো লেখেন। শুধু তাই নয়, আরও একবার হলিউডের লেজেন্ড মার্লন ব্র্যান্ডোর সঙ্গে নিজের তুলনা করেন কঙ্গনা! 
 
এর আগেও, অভিনেত্রী এবং তার বোন বলেছিলেন, মার্লন যেমন অস্কার পুরস্কার প্রত্যাখ্যান করেছিলেন। কঙ্গনাও তার মতো ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড নিতে স্পষ্ট না জানিয়েছিলেন। হলিউডের মার্লন আর বলিউডের কঙ্গনার ব্যক্তিত্ব নাকি এক! যদিও, কঙ্গনার এহেন মন্তব্যের পর ব্যাপক ট্রোল করা হয় তাকে। কিন্তু সেসব কিছুই গায়ে লাগাচ্ছেন না অভিনেত্রী। প্রতিবার নিত্যনতুন টুইটে একের পর এক বান ছুঁড়ছেন যেন। 


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কঙ্গনা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ