প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
ক্যানসার জয়ের পর আবারও পর্দায় ফিরছেন মহিমা চৌধুরী। সৌজন্যে কঙ্গনা রানাওয়াত ‘ইমারজেন্সি’। সমাজকর্মী এবং লেখিকা পুপুল জয়াকারের ভূমিকায় দেখা যাবে মহিমাকে। শনিবার সোশ্যাল মিডিয়ায় পর্দার পুপুল জয়াকারের সঙ্গে আলাপ করান কঙ্গনা রানাওয়াত। লেখেন, ‘আয়রন লেডিকে যিনি ভীষণ কাজ থেকে দেখেছেন, ব্যক্তিগতভাবে চিনেছেন এবং তাঁর সম্পর্কে গোটা বিশ্বের জন্য লিখেছেন, সেই প্রত্যক্ষদর্শী পুপুল জয়াকারের ভূমিকায় মহিমা চৌধুরী। যিনি ছিলেন বন্ধু, লেখক এবং বিশ্বস্ত ব্যক্তি।’
ক্যানসার জয়ের পর আবারও পর্দায় ফিরছেন মহিমা চৌধুরী। সৌজন্যে কঙ্গনা রানাওয়াত 'ইমারজেন্সি'। সমাজকর্মী এবং লেখিকা পুপুল জয়াকারের ভূমিকায় দেখা যাবে মহিমাকে। শনিবার সোশ্যাল মিডিয়ায় পর্দার পুপুল জয়াকারের সঙ্গে আলাপ করান কঙ্গনা রানাওয়াত। লেখেন, ‘আয়রন লেডিকে যিনি ভীষণ কাজ থেকে দেখেছেন, ব্যক্তিগতভাবে চিনেছেন এবং তাঁর সম্পর্কে গোটা বিশ্বের জন্য লিখেছেন, সেই প্রত্যক্ষদর্শী পুপুল জয়াকারের ভূমিকায় মহিমা চৌধুরী। যিনি ছিলেন বন্ধু, লেখক এবং বিশ্বস্ত ব্যক্তি।’
ইমারজেন্সি নিজের লুক শেয়ার করে মহিমা চৌধুরী লেখে, ‘এমন একজনের ভূমিকায় অভিনয় করতে পেরে উত্তেজিত এবং সম্মানিত বোধ করছি। আয়রন লেডিকে যিনি কাছ থেকে দেখেছেন, ব্যক্তিগতভাবে চিনেছেন, এবং গোটা বিশ্বের জন্য তাঁর সম্পর্কে লিখেছেন। যিনি ছিলেন বন্ধু, লেখিকা এবং বিশ্বস্ত মানুষ।’ কঙ্গনার উদ্দেশ্যে মহিমা লেখেন, 'কঙ্গনা তুমি সত্যিই প্রচণ্ড সাহসী, প্রতিভাবান। তোমার সঙ্গে ইমারজেন্সিতে কাজ করতে পেরে আমি গর্বিত। তোমার সঙ্গে কাজ করাটা সত্যিই একটা অভিজ্ঞতা। অভিনেত্রী, পরিচালক, প্রযোজক সমস্ত ভূমিকাতেই তুমি সমান স্বচ্ছন্দ। আমাকে পুপুলের ভূমিকায় বেছে নেওয়ার জন্য ধন্যবাদ।'
'ইমারজেন্সি'র একের পর এক চরিত্রর লুক প্রকাশ্যে আনছেন কঙ্গনা রানাওয়াত। ইন্দিরা গান্ধীর সঙ্গে জড়িয়ে রয়েছেন যে দুই বিশিষ্ট রাজনীতিবিদ, তাঁরা হলেন জয়প্রকাশ নারায়ণ এবং অটল বিহারী বাজপেয়ী। কঙ্গনার ছবিতে এই দুই গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন অনুপম খের এবং শ্রেয়স তলপাড়ে। এর আগেই ইন্দিরা গান্ধী, জয়প্রকাশ নারায়ণের লুকে চমকে দিয়েছেন কঙ্গনা এবং অনুপম খের, এবং শ্রেয়স তলপাড়ে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।