Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রিয়াদে বিস্ফোরণ, ব্যালেস্টিক হামলা প্রতিহতের দাবি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ মার্চ, ২০২১, ১২:০২ এএম

সউদী আরবের রাজধানী রাজধানী রিয়াদের আকাশে শনিবার রাতে তীব্র আলোর ঝলকানির সঙ্গে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সউদী নেতৃত্বাধীন সামরিক জোটের পক্ষ থেকে বলা হয়েছে, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের চালানো ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের হামলা প্রতিহত করায় এসব বিস্ফোরণের শব্দ শোনা গেছে। জোটের মুখপাত্র জানিয়েছেন, রিয়াদ ছাড়াও জিজান প্রদেশে তিনটি এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর মুসাহিত লক্ষ্য করে একটি ড্রোন হামলা চালানোর চেষ্টা করা হলেও তা প্রতিহত করা হয়েছে। উল্লেখ্য, ২০১৪ সালে আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রেসিডেন্ট মনসুর হাদিকে উৎখাত করে রাজধানী সানার দখল নেয় ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা। রিয়াদে নির্বাসিত হাদিকে আবারও ক্ষমতায় বসাতে ইয়েমেনে হামলা শুরু করে সউদী আরব ও সংযুক্ত আরব আমিরাত এবং কয়েকটি পশ্চিমা দেশের জোট। এই হামলায় রাজধানী সানার নিয়ন্ত্রণ হারালেও দেশের বিস্তৃত এলাকার দখল এখনও ধরে রেখেছে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা। শনিবার রাতে রাজধানী রিয়াদ ছাড়াও কয়েকটি স্থানে হামলা প্রতিহতের দাবি করলেও সউদী জোটের পক্ষ থেকে কোনও হতাহতের কথা জানানো হয়নি। সউদী আরবের রাষ্ট্রীয় টেলিভিশন আল আকবরিয়ার খবরে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রের টুকরো টুকরো অংশ রিয়াদের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে। এতে অন্তত একটি বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে এই হামলা নিয়ে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি হুতি বিদ্রোহীরা। এমন এক সময়ে এই হামলার ঘটনা ঘটলো যখন রিয়াদের বাইরে অনুষ্ঠিত হচ্ছে ফর্মুলা ই চ্যাম্পিয়নশিপ। আল-আকবরিয়া টিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সউদী আরব


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ